গোপাল দেবনাথ : ১৭ অক্টোবর, ২০২৩। বিশ্বব্যাপী বাঙালির প্রিয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ মহা তৃতীয়া। চারিদিকে পূজা প্যান্ডেল আলোর রোশনাই। বহু পূজা প্যান্ডেল এ মা দুর্গা স্বপরিবারে অধিষ্ঠিত হয়েছেন। চারিদিকে দোকান বাজারে গেলে ক্রেতাদের জমজমাট ভিড়। সকলেই কম বেশি জামা কাপড় কিনছেন আর যাদের সেই অর্থে কেনার ক্ষমতা নেই তাদের কথা ভেবে পাশে আছে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এবং সংস্থার চেয়ারম্যান বুম্বা মুখার্জী। বুম্বা বাবু সাংবাদিকদের বলেন, চারিদিকে হাজার হাসির উৎসব। মা সবাইকে আনন্দ দিন সব জাতি ধর্মের মানুষ যাতে সুখে থাকে এই কামনা সর্বদাই করি। আমরা দুর্গা উৎসব পালন করব অন্যভাবে আগামীকাল অর্থাৎ ১৮ অক্টোবর বুধবার দুপুর ১২:৩০ মিনিটে আমরা যাচ্ছি পশ্চিম বর্ধমান এ সাকতারিয়া আদ্যা শক্তি বৃদ্ধাশ্রম। সেখানকার মায়েদের আমরা বরণ করতে এবং মায়েদের পায়ে প্রণাম জানাতে। এই উৎসবের আনন্দটি সকলের সাথে ভাগ করে নিতে আমাদের এক অনন্য প্রয়াস।
Be First to Comment