জয়দেব দেবনাথ : কলকাতা, ১২ ডিসেম্বর ২০২২। কলকাতায় শীত পড়তে না পড়তেই চারিদিকে শুরু হয়ে গেছে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। তারমধ্যে অন্যতম অঙ্কন প্রতিযোগিতা। তপশীলি জাতি উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১৮তম অঙ্কন প্রতিযোগীতা হয়ে গেল। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন অলোক খাটুয়া।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৮নং ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পারিষদের সদস্য সন্দীপন সাহা। এই অঙ্কন প্রতিযোগিতায় নতুন চমক ছিল মহিলা অভিভাবকদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিষয় বস্তু ছিল মিউজিকাল চেয়ার, ফুচকা খাওয়া,শঙ্খ ধ্বনি ও উলু ধ্বনি। এই অঙ্কন প্রতিযোগিতায় শিশুসহ ৫০০ জন ছেলেমেয়েরা অংশ গ্রহন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টগণ।
Be First to Comment