Press "Enter" to skip to content

অলিম্পিকে পুরুষ ও মহিলা হকি টিমের সাফল্যের অন্যতম কারিগর উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক….।

Spread the love

বাংলা তো একটু শিখতে পারে ! খালি নিজের ছবি দেওয়া বড় বড় হোর্ডিং আর বড় বড় কথা বন্ধ করে কাজের কাজ করলে ‘ কাজ ‘ হয় !

প্রবীর রায় : বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেতা। কলকাতা, ৩ আগস্ট, ২০২১। এই বছরের জাপান ২০২০ অলিম্পিকে একের পর এক সাফল্যের নজির গড়ছে দেশের পুরুষ আর মহিলা হকি টিম, সামনে নিশ্চিতভাবে আরও আনন্দ আরও গৌরব অপেক্ষা করে আছে! অভিনন্দনের বন্যায় ভাসছে দুই হকি দল! সেটাই স্বাভাবিক, এখনও পর্যন্ত যে চূড়ান্ত দক্ষতা, মানসিক শক্তির পরিচয় ভারতের হকি খেলোয়াড়রা দেখিয়েছে তা এক কথায় অসাধারন! অভিনন্দন তাদের প্রাপ্য!

কিন্ত এই অভিনন্দন আরেকজন মানুষের প্রাপ্য। এই অসাধারন সাফল্যের নেপথ্যে থাকা মানুষটাকে আমরা ভুলে যাচ্ছি! তিনি হলেন নবীন পট্টনায়েক, উড়িষ্যার মুখ্যমন্ত্রী। গোটা দেশের বিগ কর্পোরেট হাউস থেকে শুরু করে বিভিন্ন রাজ্যগুলি যখন IPL/ISL এর গ্ল্যামারের দুনিয়ায় ডুব দিতে ব্যাস্ত, কেউই হকি’কে স্পন্সর করতে রাজী হননি, তখন নিঃশব্দে হকি’তে বিনিয়োগ করেছে উড়িষ্যা সরকার।

এর আগের স্পন্সর সাহারা  যে পরিমান টাকা দিত তার চেয়ে কমপক্ষে পাঁচগুন বেশি টাকার বিনিময়ে স্পন্সর করেছে দেশের পুরুষ আর মহিলা হকি টিম’কে, বিশ্বমানের পরিকাঠামো দিয়েছে, ২০১৮’র হকি বিশ্বকাপ আয়োজন করেছে। উড়িষ্যার রৌরকেল্লায় তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম। ভুবনেশ্বর এখন ভারতীয় হকির ‘নিজের শহর।  ২০১৮ সালে উড়িষ্যা সরকার ঘোষনা করেছে আগামী পাঁচ বছর তারা ভারতীয় হকি’কে স্পন্সর করবে।

দুটো হকি টিমই যখন একের পর সাফল্য পাচ্ছে উড়িষ্যা সরকার বা নবীন পট্টনায়েক কোথাও নিজেদের কৃতিত্ব জাহির করেননি, একজন সাধারন দেশবাসীর মতই অভিনন্দন জানিয়েছেন হকি টিমদের, শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্য।

অথচ এই সাফল্যের পর ঢাউস ঢাউস হোর্ডিং লাগিয়ে, টিভি বিজ্ঞাপন দিয়ে উনি নিজের প্রচার করতেই পারতেন! কিন্তু করেননি! নবীন পট্টনায়েক প্রমান করেছেন, দেশের সেবা কর‍তে গেলে হোর্ডিং- বিজ্ঞাপন লাগে না, শুধু ইচ্ছাটা লাগে!

ধন্যবাদ নবীন পট্টনায়েক।

More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.