নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ এপ্রিল ২০২২। কিশলয় ইভেন্ট এন্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং পেন ক্লাবের যৌথ উদ্যোগে কলকাতার আইসিসিআর এ উদ্বোধন হয়ে গেল পেন মহোৎসব ২০২২ । গত ১৫ এপ্রিল শুরু হওয়া তিনদিন ব্যাপী এই পেন উৎসব চলবে আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত। এই অভিনব পেন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড: সুরঞ্জন দাস,
(ভাইস চ্যান্সেলর যাদবপুর বিশ্ববিদ্যালয়), শুভ্র কমল মুখার্জি,(মাননীয় বিচারপতি), ড: সাথী গুহ, (ডিরেক্টর ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিস এন্ড রিসার্চ), শিউলি রামানী গোমস,(চিত্র পরিচালক),সুরঞ্জন দে, (চিত্র পরিচালক), হুসেন মুস্তাফি,(বিশিষ্ঠ ফুটবলার),নাসির আহমেদ, (বিশিষ্ট ফুটবলার), বিমল দে, সেক্রেটারি EIMPADA, নুপুর মুখার্জি, (ড্যান্স থেরাপি),অনিন্দিতা সিনহা, ইমন কর্নধর, সুরভি দাস,(মডেল),
মৌমিতা সাহা,(ফ্যাশন ডিজাইনার), সায়নদ্বীপ রায়,(ফটোগ্রাফার)। এই অভিনব পেন উৎসবের আয়োজক ছিলেন সুব্রত দাস, সায়ক কুমার আঢ্য এবং প্রসেনজিৎ গুছাইত।
Be First to Comment