Press "Enter" to skip to content

অভিনব পেন উৎসব কলকাতায়…..।

Spread the love

অনিকেত দেবনাথ : কলকাতা, ৭ এপ্রিল ২০২২। আমরা নানান ধরনের উৎসব দেখেছি এবং শুনেছি , কিন্তু এমন এক উৎসবের খোঁজ পেয়েছি যা আগে কখনও কেউ দেখার সুযোগ পেয়েছে বলে জানা নেই! এ এক অভিনব উৎসব। নাম পেন উৎসব বা কলম উৎসব। নামটা শুনেই অন্যরকম অনুভূতি হচ্ছে। আশ্চর্য হওয়ার কিছু নেই সত্যিকথা বলতে কলকাতায় এই প্রথমবার হতে চলেছে পেন উৎসব। এই অভিনব পেন উৎসবের আয়োজন করেছেন কিশলয় ইভেন্টস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং সহযোগিতায় আছে পেন ক্লাব।
এই অভিনব উৎসবটি অনুষ্ঠিত হবে এই এপ্রিল মাসের ১৫ তারিখ অর্থাৎ বাংলার নববর্ষের দিন এ ছাড়া ১৬ এবং ১৭ই এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (ICCR) এ।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো কয়েক যুগের আগেকার ঝর্ণা কলমের প্রতি ভালোবাসা জাগানো।
আগামীদিনে যাতে আমাদের প্রিয় ঝরনা কলমের বিলুপ্তি না ঘটে আর সেই জন্যই এই অভিনব উদ্যোগ। কলকাতাতে প্রথমবার এই উদ্যোগ নিয়েছে কিশলয় ইভেন্টস অ্যাডভার্টাইজমেন্ট।।
এই পেন মহোৎসবে যারা উপস্থিত থাকছেন তাঁরা হলেন
প্রফেসর ড: সুরঞ্জন দাস,(ভাইস – চ্যান্সেলর), যাদবপুর ইউনিভার্সিটি, বিচারপতি শুভ্র কমল মুখার্জি, ড: স্বাতী গুহ, ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিস এন্ড রিসার্চ, হোসেন মুস্তাফি ( ফুটবলার), নাসির আহমেদ (ফুটবলার), শিউলি রামানি গোমস ( চলচ্চিত্র পরিচালক) , নূপুর মুখার্জী (ড্যান্স থেরাপিস্ট), ঋক (ডিরেক্টর), নাসিম আহমেদ খান (প্রোডিউসার), অভিজিৎ মন্ডল মিউজিক ডিরেক্টর), মৌমিতা সাহা (ডিজাইনার), সিমিকা রায় (অভিনেত্রী), সুরভী দাস (মডেল), অনিন্দিতা সাহা (ইমন, কর্ণধার, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী) প্রমুখ।

More from EducationMore posts in Education »
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.