নিজস্ব প্রতিনিধি : আসানসোল, ১৯ ডিসেম্বর, ২০২২।
গতকাল আমরা ফুটবলপ্রেমী মানুষেরা আর্জেন্টিনা ফুটবল দলের ঐতিহাসিক জয় উপলক্ষে মেসি প্রেমী মানুষেরা একত্রিত হয়েছিলাম এবং আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপ জয়ের আনন্দ প্রত্যেকের মধ্যে ভাগ করে নিতে আমরা গতকাল ১৮ ডিসেম্বর আসানসোল এ লাড্ডু মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নিলাম সবার সাথে। এই কথাগুলো এক নিঃশ্বাসে বললেন অল ইন্ডিয়া হিউম্যান এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বুম্বা মুখার্জী।
ফুটবলে আমরা আর্জেন্টিনা সাপোর্টার । গ্রেট মেসির হাতে কাপ দেখে খুবই ভালো লাগছে। ফুটবলে পেলে, ম্যারাডোনা, মেসিদের জন্ম কিন্তু হামেশা হয় না। পেলে—ম্যারাডোনা বিশ্বকাপ উঁচুতে তুলে ধরেছিলেন, মেসি আজ তুলে ধরলেন। হি ডিজার্ভ ইট।
কাতার দেশ টি একটি সাকসেসফুল ওয়ার্ল্ডকাপ সম্পন্ন করলো। কাতারকেও অভিনন্দন জানাতে হয়। কাতার দেশ এবং প্রশাসন চেষ্টা করেছে তাদের নিজেদের সাংস্কৃতিক বোঝাপড়া বিশ্ববাসীর সামনে সফলভাবেই তুলে ধরেছে। হাতে কাপ তুলে দেওয়ার আগে কাতারের ‘আমির’ মেসির গায়ে রয়্যাল আবায়া পরিয়ে দেওয়াটা একটা ক্রিস্টাল ক্লিয়ার কালচারাল ম্যাসেজ বলা যায়।
একমাস ধরে চলা বিশ্বকাপ উন্মাদনা শেষ হলো। এই খেলাকে কেন্দ্র করে ব্যক্তিগত ঘৃণা-বিদ্বেষের চর্চা করার কোনো মানে নেই। উপভোগ্য খেলাকে স্রেফ খেলার মধ্যে রাখতে পারলে খেলার ই উন্নতি ঘটবে। বুম্বা বাবু সাংবাদিকদের বলেন আজকের দিনে আর অন্য কোন কথা হবে না।
জয় জয় ফুটবলের জয় জয় জয় মেসির জয়। জয় জয় আর্জেন্টিনা ফুটবল দলের জয়।
Be First to Comment