গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ অক্টোবর, ২০২২। ভাবনা মূল্যবোধের জন্ম দেয়. জন্ম হয় সাম্যগানের… অভিনন্দন তখনই অভিপ্রায় হয় যখন আর পাঁচজনের কান্না একার হয়ে যায়…. “অভিজিৎ এর প্রথম কান্না ডট কম ” এমন এক মঞ্চের জন্মদাতা যেখানে সমতাই মূলমন্ত্র…আমরা যারা শিল্পী তারা অন্যদের আনন্দ দিই, বিনোদন দিই কিন্তু আমাদের কষ্ট আমাদের কথা বলার জায়গা কোথায়? আমাদের জীবন জন্মেই অনিশ্চয়তা….অভিজিৎ এর প্রথম কান্না ডট কম এমন এক মঞ্চ যেখানে কোন ভেদাভেদ নেই সব্বাই সমান। চোখের জলের ভাগ যে করা যায় না…শুধুই গানের মঞ্চ নয় অভিজিৎ, এই প্রকল্পের মাধ্যমে শিল্পীদের জীবন এর ঝুঁকি নিশ্চয়তা দিতে সিকিয়োর করতে পাঁচ লক্ষ টাকা মূল্যের “জীবন বীমা” করার দায়িত্ব নিয়েছেন। যার প্রথম পদক্ষেপ হিসেবে দেবাশীষ কুলভি কে এগারো লক্ষটাকা মূল্যের ক্যান্সার কাভারেজ ” ভারতীয় জীবন বিমার পলিসি আইসিসিআর এর মঞ্চে তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন স্বয়ং নচিকেতা, সৈকত মিত্র,পন্ডিত মল্লার ঘোষ, সম্বরণ ব্যানার্জি, পটা, প্রসেন, রঞ্জন প্রসাদ, দীপান্বিতা আচার্য, ঝিলাম গুপ্ত (ইউটুবার ), লোপামুদ্রা মুখার্জি, তন্ময় সরকার(সারেগামাপা ), অর্পণ চক্রবর্তী, সহ এক ঝাঁক নবীন শিল্পীদের মধ্যে দীপ্ত, সীমা সরকার দেবনাথ, স্বর্ণাভ, সুদীপ, সৌম্যদীপ, মৃত্তিকা বাংলা ব্যান্ডের তরফে ছিলেন শিল্পী রায়চৌধুরী ও জয়া নাগ, উপস্থিত ছিলেন গ্রুভস বাংলাব্যান্ড এছাড়াও নবীন শিল্পী দেবাঙ্কন আচারিয়া সহ বিশিষ্টজন। প্রায় ৬০ জন শিল্পী এই সুবিধার আওতায় আসতে চলেছেন তার প্রস্তুতি ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। এই মঞ্চে এসে নচিকেতাও বলেন “নিজের বাঁচাকে বাঁচা বলে না সব্বার বাঁচাকেই সত্যিকারের বাঁচা বলে। অভিজিৎ বলেন নচিকেতা দার আশীর্বাদ আমার চলার শক্তি বলা যেতে পারে।
কোভিড পিরিয়ড এ অভিজিৎ এর দশের দেশ “কে জি ২৪ ঘন্টা সন্মান জানিয়েছিল।
অভিজিৎ পাল বলেন, একজন শিল্পী হিসেবে আমি আর এক শিল্পীর পাশে থাকা নিজের ধর্ম বলেই মনে করি। এটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে… আমাকে বাঁচার আশ্বাস দিচ্ছে প্রতিনিয়ত যাতে মানুষের জন্য কাজ করে যেতে পারি একজন মিউজিক ক্রিয়েটর হিসেবে।
Be First to Comment