Press "Enter" to skip to content

অবশেষে স্বস্তির বৃষ্টি এল গ্রীষ্মের ছুটির দিন কি পরিবর্তন হবে……!

Spread the love

**বহু প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির ধারায় সিক্ত হল ধরণী**

*তাপমাত্রার কারণে ছুটি ঘোষণায় মাঝপথে পরীক্ষা বাতিল হওয়ায় হতাশ বহু পরীক্ষার্থী।*

সঙ্গীতা চৌধুরী : কলকাতা, ৩০ এপ্রিল, ২০২২।  বহু প্রতীক্ষার পর অবশেষে স্বস্তি মিলল। বহুদিনের জল্পনার অবসান  ঘটিয়ে আজ সন্ধ্যায় কালবৈশাখী ধেয়ে এল কলকাতাসহ রাজ্যের নানা জেলায়। শুক্রবার কলকাতার কয়েকটি অঞ্চলে এবং বাঁকুড়া, বীরভূমসহ কিছু জেলায় অল্প বৃষ্টিপাত হলেও আজ বজ্র- বিদ্যুৎসহ  ঝেঁপে বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ ৩০ এপ্রিল থেকে বুধবার ৪ মে অবধি রাজ্যে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ধীরে হলেও আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। আবহাওয়া সাধারণ মানুষকে স্বস্তি দিলেও শিক্ষার্থীদের বিন্দুমাত্র স্বস্তি নেই। অতিমারিতে দীর্ঘদিন শিক্ষাঙ্গন বন্ধ থাকার পর সবকিছু স্বাভাবিক হওয়ার মুখে আবার একটা ধাক্কা খেল শিক্ষার্থীরা। দুবছর পর বিভিন্ন শিক্ষাকেন্দ্রে অফলাইন পরীক্ষা শুরু হয়েছিল, কিন্তু  তাপমাত্রা বৃদ্ধির কারণে রাজ্য সরকার ২রা মে থেকে রাজ্যের স্কুলে ছুটি ঘোষণা করে। পরীক্ষা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে পড়ে অন্যান্য শ্রেণী সহ দশম শ্রেণির শিক্ষার্থীরা। দীর্ঘদিন বাড়িতে বসে পরীক্ষার দেওয়ার অভ্যেস থেকে  বেরোনোর চেষ্টা করার মুখেই আবার বাধা। তাদের হাতে সময়ও খুব অল্প, তাই অনেকেই খুব হতাশ। জানা গেছে বহু অভিভাবকও অফলাইন পরীক্ষার মাধ্যমে তাদের সন্তানদের গড় নম্বর পছন্দ নয় সঠিক মূল্যায়ন চায়। শিক্ষক ও শিক্ষিকারাও চাইছেন ছাত্র ছাত্রীরা শিক্ষাঙ্গনে আসুক। পরীক্ষা হোক এবং সঠিক মূল্যায়ন হোক। 

সামনেই কোভিডের চতুর্থ ঢেউয়ের চোখ রাঙানি, হয়তো বা রাজ্য সরকারের দেওয়া সেই ছুটি তখন দীর্ঘতর হতে পারে ! শুধু কিছু ভবিষ্যৎ আবার একটা অনিশ্চয়তার দোলাচলে পড়ে যাবে !

More from EducationMore posts in Education »
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *