নিজস্ব প্রতিনিধি : কাঁথি, ১২ এপ্রিল, ২০২৫।লায়নস্ ক্লাব অফ কলকাতা আইইএম, ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম) সম্প্রতি কাঁথিতে স্থানীয় দৃষ্টিহীন স্কুলের ১৫০ জন দৃষ্টিহীন শিশু এবং ৪০ জন বৃদ্ধের সাহায্যার্থে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিশু ও প্রবীণদের হাতে শিক্ষাসামগ্রী, স্টেশনারি দ্রব্য, খাদ্য এবং প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। বিশুদ্ধ পানীয় জলের সুবিধার জন্য দৃষ্টিহীন শিশুদের স্কুলে একটি জলের ফিল্টার বসানো হয়।
শিশুদের গান, গল্প ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
লায়নস্ ক্লাব অফ কলকাতা আইইএম-এর প্রেসিডেন্ট লায়ন ড. সমাপিকা দাস বিশ্বাস বলেন, “সত্যিকারের সেবা মানে হলো সংযোগ—কারও জীবনকে ছুঁয়ে যাওয়া, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য।”
আইইএম-ইউইইএম-এর হিউম্যানিটিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রবীর কুমার দাস বলেন, “শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ নয়। এই উদ্যোগ আমাদের মানবিক দায়িত্বের পাঠ শেখায়।”
আন্তরিক এই অনুষ্ঠানটি লায়নস্ ক্লাব ও আইইএম-ইউইএম সামাজিক মানবিক দায়িত্ব পালন এবং সমতা, মর্যাদা,মানবিকতার এক সুন্দর উদাহরণ।
অন্ধ শিশু ও বৃদ্ধদের পাশে আইইএম-ইউইএম এবং লায়নস্ ক্লাব অফ কলকাতা….।

More from GeneralMore posts in General »
- বাংলা নববর্ষের দিন ইস্টবেঙ্গল ক্লাবে বারপুজো….।
- Symptom-Based Healthcare is not the only indicator of a country’s health: A New Era of Preventive Care is Emerging, says Apollo Hospitals’ Health of the Nation 2025 Report….
- এশিয়া বুক অব রেকর্ডস-এর স্বীকৃতি পেল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ….।
- শ্রী জগন্নাথ মানবতার প্রতীক- শ্রী জগন্নাথ পূজা কমিটির উদ্যোগে পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাবে গীতা মহাযজ্ঞের উদ্বোধন….।
- Global Academic Collaboration Launched in Kolkata….
- Inauguration of R.L. Gaggar Library in memory of the Legendary Legal Expert….
Be First to Comment