অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী
সেদিন একটা কথা বলি বলি করেও বলা হয়নি /
সমুদ্র-বুকের অন্ধকার নিংড়ে আঁজলা ভরে বসে,
তোমার দৃষ্টির প্রতীক্ষায় /
কবে তুমি মুখ তুলে চাইবে /
আমার ওষ্ঠ কেঁপে উঠবে /
সেদিন সূর্য নিজে ডুবে আগুন ফুঁকবে /
তোমার রন্ধ্রে রন্ধ্রে,
নির্জন ডোবার ধারে উঁকি মারবে খয়া ঘষা চাঁদ /
রাতের গভিরতা মেপে নেবে লক্ষ্মী প্যাঁচা /
তুমি মুখ তুলে চাইবে……সেই মুহূর্তে…
আমার ইচ্ছে , আগুন
ঢেলে দেব তোমার দেহের আনাচে কানাচে /
এক বার মুখ তুলে চেয়ে দেখো /
আমার বলা , না বলা কথা শুনতে পাবে /
Be First to Comment