গল্প লিখবো নাকি ?
—————————————
অশোক ব্যানার্জী : কলকাতা।
—————————————
অনেক তো লিখলাম কবিতা
এবার একটু গল্প লিখে দেখি,
পড়ে দেখতো কেমন সে সব গল্প,
আমার লেখা ভাল লাগে নাকি ?
গল্প লিখতে মুন্সিয়ানা চাই
ছোট গল্পে চমক থাকতে হবে
লেখার কায়দায় নতুন মেজাজ আনলে
গল্প পড়ে মজা হবে তবে ।
গল্প লেখা সহজ তো নয় মোটে
গল্পের প্লট বাছতে হবে ভেবে
প্রথম থেকেই কৌতুহলটা ধরে
রাখতে হবে,সবাই যেটা নেবে ।
মিষ্টি প্রেমের গল্প যদি লিখি
দুষ্টুমি আর খুনসুটি চাই,সাথে
গাঁয়ের মেয়ে, দস্যি একটা ছেলে
পুকুর পাড়ে আড্ডা দেবে রাতে।
আড্ডা মানে আজগুবি সব গল্প
দস্যি ছেলের কথার নেইতো শেষ
লাজুক মেয়ে চুপটি করে শুনবে
মাঝে মাঝে লজ্জা পাবে বেশ ।
আকাশে সেদিন পূর্ণিমার চাঁদ
নাকি চাঁদ পুকুর পাড়ে বসে ?
চাঁদের আলোয় ঝলমল চারদিক
ভাসিয়ে দেবে দু’জন কেই শেষে !
নাকি আমি লিখবো হাসির গল্প ?
হাসতে হাসতে পেটটা যাবে ফেটে !
কেমন হবে বল দেখি সেটা
কি লিখবো বঝছি না তো মোটে ।
লিখবো নাকি ভয়াল ভূতের গল্প ?
পড়ে যেটা গায়ে দেবে কাঁটা
তেমনি ভয়ের গল্প পড়ে দেখি
ভয় পাবে না এমনি বুকের পাটা
কার যে আছে দেখতে আমি চাই
ভয়ের স্রোত প্রতি ছত্রে ছত্রে
থাকলে পরে আর কিছু কি চাই ?
কি গল্প লিখবো আমি ভাবছি
ভেবে ভেবেই হলাম আমি সারা
দেখি আমি ভেবে চিন্তে শেষে
এখন আমার বিশেষ তো নেই তাড়া ।
গল্প আমি লিখবো তো একদিন
সেই গল্প পড়বে শেষে তোমরা
গল্প পড়ে সবাই মিলে আবার
হেসো না বা মুখ আরো না গোমড়া ।
অনেক তো লিখলাম কবিতা এবার একটু গল্প লিখে দেখি…..!

More from PoemMore posts in Poem »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
- সাগর মণ্ডলের কবিতা সংকলন “Where the Light Finds Me” প্রকাশিত হল….।
Be First to Comment