শুভ জন্মদিন অনুপ জালোটা
বাবলু ভট্টাচার্য : উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীতধারা গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক অনুপ জালোটা।
ভজনে অসামান্য দক্ষতা ও নিপুণতার জন্যে ইতিমধ্যেই তিনি ‘ভজন সম্রাট’ নামে আখ্যায়িত হয়েছেন।
অনুপ জালোটার পিতা ছিলেন পাঞ্জাবের “শাম চৌরাসি” ঘরানার বিখ্যাত ভজন গায়ক পুরুষোত্তম দাস জালোটা। অনুপের শিক্ষা উত্তরপ্রদেশের লখনউতে।
আকাশবাণীতে কোরাস গায়ক হিসেবে সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেন অনুপ জালোটা। তিনি সাধারণত সন্তুর, ঢোলক, সারদ , সারেঙ্গি, বেহালা, সেতার, তবলা, গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র ব্যবহার করেন।
অনুপ জালোটা ৮টি বিভিন্ন ভাষায় গান গাইতে পারেন। এ পর্যন্ত দেড় সহস্রাধিক ভজন, গজল এবং অন্যান্য গান রেকর্ড করেছেন অনুপ জালোটা।
৫টি মহাদেশের চার শতাধিক শহরে প্রায় পাঁচ হাজার বার সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। ৩০ বছর ধরে ভজন এবং গজল নিয়ে দুই শতাধিক এলবাম প্রকাশ করেছেন।
অনুপ জালোটা ১৯৫৩ সালের আজকের দিনে (২৯ জুলাই) উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালে জন্মগ্রহণ করেন।
Be First to Comment