গোপাল দেবনাথ –
এবার থ্রিলার ঘরানায় মজলেন পরিচালক ওরফে অভিনেতা অনিন্দ্য সরকার। থ্রিলার ছবি ‘ট্রাইয়্যাঙ্গল’ নিয়ে হাজির পরিচালক অনিন্দ্য সরকার। কলকাতা প্রেস ক্লাবে ‘ট্রাইয়্যাঙ্গল’ মুক্তির দিনক্ষন জানান পরিচালক নিজেই|
ছবির গল্প রাজদীপ সেন এবং তনয়া কে নিয়ে । রাজদীপ মধ্যবয়সি এক সফল ব্যবসায়ী।অপরদিকে তনয়া টেলিভিশন সঞ্চালক। সে একটি হেলথ শো হোস্ট করে। বারংবার দর্শককে সে বারণ করে মাদকাসক্ত না হতে৷ ওদিকে নিজেই নেশাতুর হয়ে ঘরে ফেরে। ঘটনাচক্রে রাজদীপের সঙ্গে আলাপ হয় তনয়ার। প্রেম জমে,বিয়ে হয়৷ কিন্তু বিয়ের পর কি হয়! সেই উত্তরই দেবে ‘ট্রাইয়্যাঙ্গল’। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে কৌশিক সেন ও শতাব্দী চক্রবর্তীকে।এছাড়াও ছবিতে দেখা যাবে পরিচালক অনিন্দ্য সরকারকে তাছাড়াও রেশমি ভট্টাচার্য, রাজ ভট্টাচার্য, অনন্যা সেনগুপ্ত, বিশ্বনাথ বসু সহ আরো অনেককে দেখা যাবে এই সিনেমায়। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ট্রাইয়্যাঙ্গল’|
Be First to Comment