নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২০ নভেম্বর ২০২১। উচ্চবর্ণের আধিপত্যের বিরুদ্ধে সামাজিক সংগঠন হিসেবে নিজেদের অস্তিত্ব জানান দিতেই মতুয়া সম্প্রদায়ের জন্ম, বাংলাদেশের সাবেক ফরিদপুর জেলায়। ঐতিহ্যবাহী হিন্দুত্ব ও গৌড়ীয় বৈষ্ণববাদ, বৈষ্ণববাদের সহজিয়া ধারা থেকে গ্রহণ-বর্জনে তৈরি হয়েছিল এই ‘নতুন ধর্ম’। TV9 বাংলার নিউজ সিরিজ চলতি সপ্তাহে সন্ধানী আলো ফেলছে মতুয়া সম্প্রদায়ের গভীরে। আগামী শনি ও রবিবার এই সংস্কারবাদী নয়া ধর্ম বা আন্দোলনের উৎস, দর্শন, জীবনচর্যা ছানবিন করে তৈরি নিউজ সিরিজ ‘মতুয়া-কথা’ দেখানো হবে TV9 বাংলায়।
TV9 বাংলার এই দুই পর্বের ‘মতুয়া-কথা’য় থাকছে দেশভাগ এবং পরে বাংলাদেশের জন্মের পর মতুয়াদের জীবন, ছিন্নমূল অবস্থায় এপারে চলে আসার পাশাপাশি তাঁদের দৈননন্দিন সংগ্রাম। রয়েছে দুই বাংলায় মতুয়া সম্প্রদায়ের বিস্তারের ইতিহাস, উৎসব, আচার-অনুষ্ঠান এবং তাঁদের বর্তমান হালহকিকতও। থাকছে মতুয়াদের সামাজিক-রাজনৈতিক ভূমিকা নিয়ে বিশিষ্ট সমাজতাত্ত্বিক ও নৃতত্ত্ববিদদের সাক্ষাৎকার।
দেশভাগের পর বহুদিন মূলধারার রাজনৈতিক দলগুলি নিম্নবর্গের এই মানুষজনের ওপর সেভাবে নজর দেয়নি। তবে সাম্প্রতিকালে ভোট-রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ মতুয়ারা। গত লোকসভা নির্বাচনের সময় থেকে রাজনৈতিক দলগুলির তাঁদের আশা-আকাঙ্ক্ষার প্রতি নজর আরও বেড়েছে। তাই অতীতের সঙ্গে বর্তমানকে জুড়েই তৈরি হয়েছে TV9 বাংলার দুই পর্বের এই ‘মতুয়া-কথা’।
**টিভি ৯ বাংলা নিউজ- সিরিজ- মতুয়া-কথা, পর্ব ১ ও ২, আজ ও আগামীকাল, রাত ১০ টায় দেখা যাবে।**
Be First to Comment