মৌবনি সরকার : অভিনেত্রী নৃত্যশিল্পী ও চিত্রশিল্পী।
কোথায় যাচ্ছি জানি না,
কিন্তু কোথাও যাচ্ছি এটা জানি।
জায়গাটাতে গিয়ে কি হবে সেটা,
কেউ বলে দেয় নি,
অন্যেদের জিজ্ঞেস করলেও তারা বলতে পারবে কি?
সেটাও ভাবাটা অনেকটা,
বোকা বোকা….
আমি আর আমার মনের নৌকা,
দুলে দুলে যাই এটা জানি,
আর কোনো এক স্বপ্নের ঠিকানায় পৌঁছাই এটা মানি ।
কোনো কিছু খাবো না,
এর মধ্যে থেকে কিছু নেব না এটাই নিয়ম।
কবে যে কেউ আমাকে এ কথা বলবে ,
যে এগুলোর কোনো মানে নেই,
জানি না,
কেউ বলতে পারে নি আজ পর্যন্ত,
তাই আমি থাকি আমাতেই,
সেই পাগলামিকেই,
ভরসা করে অজানা পথটার একটা নাম দিয়েছি।
নামটা আর বললাম না,
কারণ কারুর দরকার নেই জানার সেটা।
পাগলা মনের পাগলের খোঁজে থাকে আমার এই আমিটা।
ছবি: অরিন্দম দাস

















Be First to Comment