মধুমিতা শাস্ত্রী : ১৭, অক্টোবর, ২০২০। নোভেল করোনা ভাইরাস ও উমপুন এই দুয়ের দাপটে যখন ত্রাহিত্রাহি রব গোটা বাংলায় তখন দক্ষিণ কলকাতার ৯৫ পল্লীর সদস্যরা এগিয়ে এসে ছিলেন দুর্গত মানুষের সেবায়। যোধপুর পার্ক এলাকার উপরে পড়া গাছ সাফাই থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে ত্রাণ পোঁছে দেওয়া, কৃষ্ণনগরের ডাকের সাজের শিল্পীদের ঘরে সাহায্য পৌঁছে দেওয়া, এলাকা স্যানিটাইজ করা, খাদ্য দ্রব্য বিতরণ সব করেছেন তাঁরা। আর মানুষের পাশে মানুষের এই দাঁড়নোই তাদের এবারের দুর্গাপুজোর থিম। যার পোশাকি নাম ‘লৌকিক”। শিল্পী সুশান্ত পাল।

৯৫ পল্লীর পুজো এবার ৭১ বছরে পা দিল। বিগত বছরগুলোতে ৯৫ পল্লীর পুজো পুরস্কারের দৌড়ে সামনের সারিতেই থাকত। কিন্তু এবছর বিষয়টা আলাদা। কলকাতা পুরোসভার মেয়র পারিষদ সদস্য রতন দে’র পুজো বলে পরিচিত এই পুজোর বাজেট এবছর কমে অন্যান্য বছরের তুলনায় এক তৃতীয়াংশে দাঁড়িয়েছে। দেবী পক্ষের প্রথমায় অর্থাৎ ১৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রোজ্জ্বলন করে এ পুজোর শুভ উদ্বোধন করছেন।
দায়িত্বশীল পুজো কমিটি হিসেবে ৯৫ পল্লী সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজোর বচার পালন করবে সেটাই কাম্য।

Be First to Comment