Press "Enter" to skip to content

৫৮ নং ওয়ার্ড মেগা রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির….।

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ সেপ্টেম্বর, ২০২৩। তৃণমূল কংগ্রেস ও ৫৮নং ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আপ্যায়ন কমিউনিটি হলে হয়ে গেল মেগা রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বাধীনতার গৌরবময় ৭৭তম বর্ষ উপলক্ষ্যে এই আয়োজন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ছিল ব্লাড গ্রুপ, হিমোগ্লোবিন, কোলেস্টেরল, থাইরয়েড, ই.সি.জি, দাঁত পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান। এর সাথে ছিল স্বেচ্ছায় রক্তদান উৎসব সেখানে ২৫০ জন স্বেচ্ছা রক্তদাতারা রক্তদান করেন। এই মহতি অনুষ্ঠানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, মেয়র পরিষদের সদস্য সন্দীপন সাহা, প্রধান উদ্যোক্তা অলক কুমার খাটুয়া ও ৫৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুভাষ চক্রবর্তী ছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.