Press "Enter" to skip to content

৪৫ তম কলকাতা বইমেলা আসন্ন প্রহর গুনছেন বিশ্বের বইপ্রেমীরা…..।

Spread the love

গোপাল দেবনাথ / শতভিষা দত্ত : কলকাতা, ২২ ফেব্রুয়ারি, ২০২২। এই বাংলায় বারো মাসে তেরো পার্বণ। কলকাতা বইমেলায় এখন চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা তুঙ্গে। বাকি আর মাত্র পাঁচ দিন।

এবছর ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধক রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের মেলায় প্রায় ৬০০ স্টল থাকছে সেই সাথে ২০০ লিটল ম্যাগাজিন স্টল। দর্শক সাধারণের জন্য নয়টি তোরণ অর্থাৎ প্রবেশদ্বার তৈরি হচ্ছে। এবার পরিবেশ বান্ধব সবুজ বইমেলা। এবারের কলকাতা বইমেলার গ্রীন পার্টনার ন্যাশনাল জুট বোর্ড। বইমেলার স্পনসর বলেন প্লাস্টিক ব্যবহার নয়। পরিবেশ বান্ধব ১৪-১৫টি স্টল থাকছে চটের ব্যগ কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছেন মলয়চন্দন চক্রবর্তী।

এবছর ২০টি দেশ সরাসরি ও যৌথভাবে অংশগ্রহণ করছে। এই প্রথমবার ইরান যোগ দিচ্ছে। ৫০ জন বাংলাদেশের প্রকাশক তাদের পুস্তকের ডালি নিয়ে হাজির হচ্ছে। সারা বিশ্বে এই প্রথম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ভার্চুয়াল দেখা যাবে সোশ্যাল মিডিয়ার পেজে ওয়েবসাইটের মাধ্যমেই। আগামী ১১ এবং ১২ মার্চ বইমেলার অন্যতম আকর্ষণ কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল- সুজাতা সেন এই ঘোষণা করেন। যোগ দেবেন প্রায় ৬০জন।

মোট ১০টি সেশন হবে স্টেট ব্যাঙ্ক অডিটোরিয়ামে। বইমেলায় মেডিক্যাল বুথ থাকছে দোকানদার সহ জনগণের জন্য তা জানান পিয়ারলেস হাসপাতালের তরফে সুদীপ্ত মিত্র। দুটি মোবাইল এটিএম ব্যাঙ্ক থাকছে বলে জানান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি সুব্রত হাজরা। আয়োজকদের তরফে সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, প্রেস কর্ণার গড়ে তোলা হবে প্রয়াত তিন সাংবাদিক – শৌণক লাহিড়ী, অঞ্জন বন্দ্যোপাধ্যায় ও ঝিমলি মুখার্জি পান্ডে র নামে। এদিকে, আ্যলায়েন্স ব্রডব্যান্ডের পক্ষে রাহুল মৈত্র জানান, পাঠকদের জন্য সেলফি জোনও থাকছে কলকাতা বইমেলায়।

আজ ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে বইমেলার ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। পিনাকী সরকার জানান, তিনশো ঘন্টার লাইভ প্রোগ্রাম হবে বইমেলায়। দেখা যাবে কলকাতা বুক ফেয়ার ডট নেট এ। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয় এই বছর ও ডিজিটাল পার্টনার হিসেবে থাকছে। প্রথমদিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো বইমেলা ড্রোন ছাড়াও চারটি ক্যামেরা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন কৌশিক সরকার।

More from BooksMore posts in Books »
More from EducationMore posts in Education »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.