গোপাল দেবনাথ : কলকাতা, ২৭ আগস্ট, ২০২৪। গত, ২৪ ও ২৫ আগস্ট শনি ও রবিবার শোভাবাজার রাজবাড়ির নাটমন্দির প্রাঙ্গণে ৩১ তম সুতানুটি উৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হলো।
শনিবার সন্ধ্যায় মাননীয় প্রাক্তন বিচারপতি ও পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন এবং রাজ্যের মাননীয়া মন্ত্রী শ্রীমতী শশী পাঁজা সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এবং দেশ সহ রাজ্যের অন্যতম রামমোহন লাইব্রেরি কে সুতানুটি সম্মান ২০২৪ প্রদান করা হলো। রামমোহন লাইব্রেরির পক্ষে লাইব্রেরির সহ সভাপতি অধ্যাপক শ্রী সন্দীপন সেন সম্মান গ্রহণ করেন।সাথে ছিলেন লাইব্রেরির সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত মিত্র সহ লাইব্রেরির বহু কমকর্তা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঐদিনের অনুষ্ঠান শেষ হয়।
উপস্থিত দর্শকগণ এই ধরণের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন।
৩১ তম সুতানুটি উৎসবে পুরস্কৃত রামমোহন লাইব্রেরি….।

More from CultureMore posts in Culture »
- বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন…।
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
- পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে দীঘা জগন্নাথধাম মহাযজ্ঞে উপস্থিত থেকে সনাতনের বিজয় ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিল হিন্দুমহাসভা….।
More from InternationalMore posts in International »
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
Be First to Comment