নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩। কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের উদ্যোগে আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি আয়োজিত হতে চলেছে তিন দিনব্যাপী দিন-রাতে টি-২০ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগীতার নাম রাখা হয়েছে কাশীপুর-বেলগাছিয়া MLA Cup টি-২০ টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের এটিই প্রথম সংস্করণ। মোট আটটি অনূর্ধ্ব-১৯ দল এই টুর্নামন্টে অংশ নিচ্ছে। ক্লাবগুলি হল জোড়াবাগান ক্লাব, উত্তরপল্লী মিলন সঙ্ঘ, রাজস্থান ক্লাব, ন্যাশনাল অ্যাথলেটিক ক্লাব, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড ক্লাব, এরিয়ান ক্লাব এবং ইয়ং বেঙ্গল ক্লাব। এ ছাড়াও ফাইনালের দিন ২টি মহিলা দলের ম্যাচও রাখা হয়েছে। মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিতে।
আগামীকাল শুরুবার ১৭ ফেব্রুয়ারি এই প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুজিত বসু, প্রদীপ মজুমদার এবং বিধায়ক সুদীপ্ত রায়।
১৯ ফেব্রুয়ারি রবিবার আয়োজিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ব ক্রিকেটের দিকপাল তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
এ ছাড়া ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী ফাইনালের দিন উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই টি-২০ টুর্নামেন্টের ফাইনালের দিন উপস্থিত থাকবেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং সচিব নরেশ ওঝা। এই ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ীদের আর্থিক পুরস্কার ও ট্রফি দিয়ে সন্মান জানানো হবে।
আজ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে সমস্ত কিছু বিস্তারিত ভাবে বর্ণনা করেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ।
Be First to Comment