Press "Enter" to skip to content

২৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ– ২০২২…..।

Last updated on April 21, 2022

Spread the love

 

গোপাল দেবনাথ : কলকাতা, ২০ এপ্রিল ২০২২। নিজের সুরক্ষার জন্য ক্যারাটের কোনো বিকল্প নেই। সারা বিশ্বজুড়ে এই স্পোর্টস এর জনপ্রিয়তা আকাশচুম্বী। একটা সময় ছিল যখন কেবলমাত্র পুরুষরাই এই খেলায় অংশগ্রহণ করতো। কিন্তু আজকের দিনে মহিলারাও এই খেলায় যথেষ্ট পরিমাণে অংশগ্রহণ করছে। এই জনপ্রিয় খেলাকে সকলের মাঝে পৌঁছে দিতে ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর  পরিচালনায় এবং রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন  ও সম্পাদক কিওশি জয়দেব মণ্ডলের তত্ত্বাবধানে “২৪তম ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২”  এই মাসের  ১৬ ও ১৭ এপ্রিল কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত হয়েছিল। এই প্রতিযোগীতায়  পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রী স্বপন ব্যানার্জি।

৭ জন এশিয়ান ক্যারাটে ফেডারেশনের বিচারক ও প্রায় ৮০ জন জাতীয় বিচারকের দ্বারা প্রতিযোগীতাটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়। সাব-জুনিয়র, ক্যাডেট, জুনিয়র, আন্ডার ২১ এবং সিনিয়র বিভাগের কাতা, কুমিতে, টিম কাতা এবং টিম কুমিতে মিলিয়ে সর্বমোট ১০৫ টি ইভেন্ট ছিল এই প্রতিযোগিতায়।

বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রেনসি দেবাশীষ কুমার মন্ডল সাংবাদিকদের বলেন, এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৩ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং সর্বমোট ৬ টি পদক লাভ করে (২ টি সোনা, ২ টি রুপো এবং ২ টি ব্রোঞ্জ ) ।

বর্ধমান জেলার পদক বিজেতাদের নাম নীচে দেওয়া হল ::— ১. ধ্রুবজিত দত্ত – সোনা –  ৯ বছরের +২৩ কেজি বিভাগ পুরুষ কুমিতে।
২. ঈশানী গুপ্তা  –  সোনা –  ১২ বছরের -৪০ কেজি বিভাগ মহিলা কুমিতে।
৩. সৃজা দাস – রুপো –  অনূর্ধ্ব ২১ বছরের -৪৫ কেজি বিভাগ মহিলা কুমিতে।
৪. নৌরিন আহমেদ – রুপো –  অনূর্ধ্ব ২১ বছরের -৬৮ কেজি বিভাগ মহিলা কুমিতে।
৫. শ্রেয়সী ঘোষ  –  ব্রোঞ্জ –  ১২ বছরের -৪০ কেজি বিভাগ মহিলা কুমিতে।
৬. সোহান মুখার্জী  – ব্রোন্জ – ১৪/১৫ বছরের +৭০ কেজি বিভাগ পুরুষ কুমিতে।

দেবাশিসবাবু আরোও বলেন, “কোভিডের জন্য দীর্ঘসময় পর এই অফিসিয়াল রাজ্য ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতার সকল পদক বিজয়ীরা আসন্ন ইস্ট ইন্ডিয়া জোনাল ক্যারাটে প্রতিযোগিতায় এবং স্বর্ণপদক বিজয়ীরা আসন্ন জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার ক্যারাটেকাদের এই ফলাফল নিয়ে সকলেই খুব খুশি ও গর্বিত”।

More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.