মোল্লা জসিমউদ্দিন : ৪ অক্টোবর ২০২১। আগামী ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বসছে ল্যান্ড ট্রাইবুনালের অবসরকালীন বেঞ্চ।টানা দশদিন ধরে দুপুর এগারো টে থেকে সন্ধে অবধি চলবে এই বেঞ্চ।যেখানে দুটি পৃথক বেঞ্চে পঞ্চাশ টি করে গড়ে সর্বমোট একশো টি মামলার শুনানি হবে প্রত্যেকদিন।টানা দশ দিনে এক হাজার মামলার শুনানি রয়েছে। ইতিমধ্যেই এই এক হাজার মামলার তালিকা প্রকাশ হয়েছে গত মাসের শেষ সপ্তাহে।মামলায় নোটিশ ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে বাদী বিবাদী পক্ষ সহ সংশ্লিষ্ট প্রশাসকদের কে।দিঘা থেকে দার্জিলিং সহ মহানগর কলকাতার জমি জায়গা সংক্রান্ত এইসব মামলার শুনানির দিকে তাকিয়ে মামলার সাথে যুক্ত হাজার হাজার ব্যক্তিরা। ল্যান্ড ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি শঙ্কর আচার্যের নেতৃত্বে একটি বেঞ্চ বসছে।সাথে থাকছেন প্রশাসক সদস্য দিবাকর মুখোপাধ্যায়। অপর বেঞ্চটি তে থাকছেন বিচারক দেবব্রত সিনহা, সাথে প্রশাসক সদস্য পবিত্রকুমার মন্ডল।ল্যান্ড ট্রাইবুনালের বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায় ওরফে ডালু বাবু জানিয়েছেন – ” আমরা মাননীয় চেয়ারম্যান কে অনুরোধ জানিয়ে ছিলাম এই অবসরকালীন বেঞ্চ চালুর জন্য, চেয়ারম্যান তা কার্যকর করেছেন দ্রুত নিস্পত্তির স্বার্থে”। তবে করোনা স্বাস্থ্যবিধি বজায় রেখে এইসব মামলার শুনানি হবে তা জানা গেছে। এজলাসে সংশ্লিষ্ট মামলার সাথে যুক্তরা ছাড়া অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আগামী ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বর টানা দশদিন বেলা এগারো টে থেকে দুটি বেঞ্চ বসছে একশো টি মামলার শুনানির জন্য।সেইদিনের সমস্ত নথিভুক্ত মামলার শুনানি হবে,তাতে বিকেল পেরিয়ে সন্ধে হলেও বলে জানা গেছে। করুনাময়ী বাসস্ট্যান্ড লাগোয়া এই ল্যান্ড ট্রাইবুনালে বারো হাজারের বেশি মামলা জমে রয়েছে। সেখানে এক হাজার মামলার নিস্পত্তি ঘটলে কিছুটা সুরাহা পাবেন মামলাকারীরা।
২১ অক্টোবর থেকে বসছে ল্যান্ড ট্রাইবুনালের বিশেষ বেঞ্চ…..।

More from CourtMore posts in Court »
- হাওড়া জাতীয় লোক আদালতে নিস্পত্তি মামলার আর্থিক পরিমাণ ৮ কোটি ১৫ লাখ টাকা….।
- ল্যান্ড ট্রাইবুনালের ২৫ বর্ষপূর্তি উদযাপন…।
- হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার কে সংবর্ধনা প্রদান করলো লিগ্যাল এইড ফোরাম…।
- আইনজীবী অলোক কুমার দাস ২৭ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শামলা আগলে রেখেছেন….।
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী মঙ্গলকোটে
- সংবাদ বিষয়ক মামলায় হাইকোর্টের আদেশনামা দাখিল করা হলো কালনা আদালতে….।
Be First to Comment