গোপাল দেবনাথ : কলকাতা, ১২, ফেব্রুয়ারি, ২০২১। উত্তর কলকাতার মেধাবী ছাত্রী অরুনিভা দে ২০১৬ সালে মাধ্যমিকে ৭৮.১৪% এবং ২০১৮ সালে উচ্চ মাধ্যমিকে ৮৪.৮% নম্বর নিয়ে উত্তীর্ণ হবার পর বর্তমানে সে বিদ্যাসাগর কলেজ থেকে হিস্ট্রি অনার্সের পঞ্চম সেমিস্টারের ছাত্রী। অরুনিভার বাবা করোনা পরিস্থিতির কারণে লক ডাউনে কাজ হারানোর পর বর্তমানে সব্জির দোকান চালিয়ে সংসার চালাচ্ছেন, প্রয়োজনে মেধাবী ছাত্রী অরুনিভাকে ও বাবার সব্জি বেচার কাজে সাহায্য করতে হয়। তবে এই মেধাবী ছাত্রী স্বপ্নে ভর করে ভবিষতে ইতিহাসে পিএইচডি করতে চায় মেধাবী ছাত্রীটি। আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যে ৭টায় সুকিয়া স্ট্রিটের বৃন্দাবন মাতৃ মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এই মেধাবী ছাত্রীর হাতে স্কলারশিপ তুলে দেওয়া হবে।
২০২১ সালের রনি রায় এবং পিঙ্কি রায় স্মৃতি স্কলারশিপ পাচ্ছেন উত্তর কলকাতার মানিকতলা যুগিপাড়ার মেধাবী ছাত্রী অরুনিভা দে……. ।
More from GeneralMore posts in General »
- Decarbonizing Steel: Pathways to a Low-Carbon Future….
- তথ্য বিকৃতির বিদেশি হস্তক্ষেপের বিষয় আলোচনা সভা…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ব্যাটলফিল্ড বিহার’….।
- The Institute of Chartered Accountants of India (ICAI) hosts MSME Connect: ‘Stakeholders Strategic Meet 2025 and launches the ‘MSME Clinic Initiative’…..
- TV9 বাংলার নিউজ সিরিজে ‘বাংলায় SIR’….।
- হরিদ্বার গঙ্গা ও গঙ্গারতি…বিষ্ণুর বাহন গরুড় অমৃত কলসী নিয়ে যাওয়ার সময় কিছুটা অমৃত পড়েছিল বলে এখানে হয় কুম্ভমেলা…. ৷






Be First to Comment