শুভ জন্মদিন সোফিয়া লোরেন
বাবলু ভট্টাচার্য : জীবনের শুরুটা ছিল অসম্ভব টানাপোড়েন আর অনিশ্চিত। জন্মের আগে তার মা রোমিলডা একজন পুরুষকে ভালোবাসতেন। সেই প্রেমিকের সঙ্গে মিলনের ফলেই রোমিলডা গর্ভবতী হন। লোকটি তাকে বিয়ে করতে আপত্তি জানান। ফলে দশের চোখে অবৈধ এই সন্তানের সামাজিক স্বীকৃতি ছিল না। সেই শিশুকন্যাই এক দিন বড় হয়ে হলেন বিখ্যাত অভিনেত্রী। বাবার পরিচয় ছাড়া বড় হয়ে যে মেয়েটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়েছেন, তিনি সোফিয়া লোরেন। সোফিয়ার মায়ের জীবন নিয়ে একটা ছবি তৈরি হয়। ‘রোমিলডা’ নামের এই ছবিতে সোফিয়া এক সঙ্গে মা ও মেয়ে উভয় ভূমিকায় অভিনয় করে সাড়া জাগিয়েছিলেন।
১৯৪৮ সালের দিকে যখন তাদের কিছুটা আর্থিক সচ্ছলতা আসে তখন এক সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান ১৪ বছর বয়সি সোফিয়া৷ এক লাফে উঠে যান বিচারকদের রায়ে চূড়ান্ত পর্যায়ে। ওই প্রতিযোগিতায় সোফিয়া দৃষ্টি কাড়েন ৩৭ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা কার্লো পন্টির৷ তিনিই সোফিয়াকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেন৷ এরপর থেকে সাফল্যের পথে ঘুরতে থাকে সোফিয়ার ভাগ্যের চাকা। পরিচালক কার্লো পন্টিই বিয়ে করেন সোফিয়াকে। চলচিত্রে সবার নজর কেড়ে তার নাম হয়ে উঠে সোফিয়া লোরেন।
১৯৫২ সালে ‘লা ফ্যাভোরিটা’ এবং ১৯৫৩ সালে ‘এইডা’ ছবিতে অভিনয় করে হলিউডে শক্ত ভাবে পা রাখেন এই ইতালীয়ান অভিনেত্রী সোফিয়া লোরেন। ১৯৫৭ সাল। অভিনয় করেন প্রথম আমেরিকান ছবি ‘বয় ইন আ ডলফিন’-এ৷ সুপারস্টার ক্যারি গ্রান্টের সহশিল্পী হিসেবে অভিনয় করেন ‘দ্য প্রাইড এন্ড দ্য প্যাশন’ ও ‘হাউসবোট’ ছবিতে। ‘লা সাইওসায়ারা’-তে অভিনয় করে ১৯৬০ সালে সেরা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেন সোফিয়া। সোফিয়া লোরেন অভিনয় করেন পল নিউম্যান, মার্লন ব্র্যান্ডো, গ্রেগরি পেক, চার্লটন হিউসটনদের মতো নামকরা সব অভিনেতাদের সঙ্গে। ‘একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্স’ (অস্কার) থেকে বিশেষ সম্মাননা পাওয়া এই অভিনেত্রীর বয়সের সাথে পাল্লা দিয়ে ভারি হতে থাকে খ্যাতি আর পুরস্কার। শুধু অস্কারই জেতেননি তিনি, একাধারে পাঁচটি গোল্ডেন গ্লোব এওয়ার্ডও কিন্তু তার দখলে।
তার অভিনীত উল্লেখযোগ্য হলিউডি ছবির মধ্যে ‘এল সিড’, ‘দ্য ফল অফ দ্য রোমান এম্পায়ার’, ‘অ্যারাবেস্ক’, ‘ম্যান অফ লা মাঞ্চা’ এবং ‘দ্য ক্যাসান্ড্রা ক্রসিং’, ‘টু উইমেন’ অন্যতম। সংসার জীবনে দুই ছেলের জননী সোফিয়া লোরেন হঠাৎ করে অভিনয় থামিয়ে দিলেও ৬০ বছর বয়সে ‘প্রেত-আ- পোর্তে’ ছবি দিয়ে আবারো দর্শকদের মাতিয়ে তোলেন। ২০০৯ সালে তার অভিনীত শেষ ছবি ‘নাইন’-এ কাজ করে দীর্ঘ বিরতিতে যান এই বিশ্ব আলোচিত সোফিয়া লরেন।
সোফিয়া লরেন ১৯৩৪ সালের আজকের দিনে (২০ সেপ্টে) ইতালিতে জন্মগ্রহণ করেন।
Be First to Comment