Press "Enter" to skip to content

১৯২৮ সালের ব্রাহ্ম ভাদ্রোৎসবে কলকাতার সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে রবীন্দ্রনাথকে প্রথম দেখেন দেবব্রত বিশ্বাস। ১৯৩৮ সালে কনক দাশের সঙ্গে দ্বৈতকণ্ঠে প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড………

Spread the love

———-স্মরণ : দেবব্রত বিশ্বাস (জর্জ দা)———–

বাবলু ভট্টাচার্য : রাজা পঞ্চম জর্জের দিল্লি দরবারে আগমনের সময়কালে তিনি জন্মেছিলেন বলে তাঁর ডাকনাম রাখা হয় জর্জ। পরবর্তীকালে অনুরাগীমহলে তিনি জর্জ বিশ্বাস বা জর্জদা নামেও সমধিক পরিচিত ছিলেন। তিনি হলেন দেবব্রত বিশ্বাস। জনপ্রিয়তম, মতান্তরে, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত শিল্পী। জর্জদা ওরফে দেবব্রত বিশ্বাস ১৯১১ সালের ২২ আগস্ট কিশোরগঞ্জের ইটনা’তে জন্মগ্রহণ করেন। দেবব্রত বিশ্বাসের বাবা দেবেন্দ্রমোহন বিশ্বাস। মা অবলা দেবীর মাধ্যমে ব্রহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রনাথের নামের সাথে তাঁর পরিচয়। দেবব্রতর পিতামহ কালীমোহন বিশ্বাস ব্রাহ্মধর্ম গ্রহণ করলে নিজগ্রাম কিশোরগঞ্জের ইটনা থেকে বিতাড়িত হন। শৈশবে কিশোরগঞ্জের বিদ্যালয়ে দেবব্রত সেই কারণে ‘ম্লেচ্ছ’ বলে বিবেচিত হতেন। ১৯২৭ সালে ম্যাট্রিক পাস করে কলকাতার সিটি কলেজে ভর্তি হন দেবব্রত। এই সময় ব্রাহ্মসমাজ ও পরে শান্তিনিকেতনে গান গাইবার আমন্ত্রণ পান। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ে। ১৯২৮ সালের ব্রাহ্ম ভাদ্রোৎসবে কলকাতার সাধারণ ব্রাহ্মসমাজ মন্দিরে রবীন্দ্রনাথকে প্রথম দেখেন দেবব্রত।

১৯৩৮ সালে কনক দাশের সঙ্গে দ্বৈতকণ্ঠে প্রথম তাঁর রবীন্দ্রসঙ্গীত রেকর্ড। এই সময় থেকে হিজ মাস্টার্স ভয়েস ও অন্যান্য রেকর্ড সংস্থা তাঁর গান রেকর্ড করতে শুরু করে। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি গণসঙ্গীত ও অন্যান্য গানও গাইতেন। ১৯৪৪ সালে ‘তাসের দেশ’ নৃত্যাভিনয়ে রাজপুত্রের গানগুলি গাওয়ার নিমন্ত্রণ পান দেবব্রত বিশ্বাস। এই সময় থেকেই প্রথাগত রবীন্দ্রসঙ্গীত প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। এই সময় গণনাট্য সংঘ ও ভারতের কমিউনিস্ট পার্টির (অবিভক্ত) সঙ্গে তাঁর যোগাযোগ ঘনিষ্ঠ হয়। ১৯৪০-এর দশকের শেষভাগে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হলে তিনি গোপনে পার্টির জন্য অর্থসংগ্রহও করতেন। দেবব্রত বিশ্বাস ১৯৫৩ সালে ভারতীয় শান্তি কমিটির উদ্যোগে চীন ভ্রমণ করেন ও সেই অভিজ্ঞতা ‘অন্তরঙ্গ চীন’ নামক গ্রন্থে প্রকাশিত হয়। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশেও তিনি সংগীতানুষ্ঠান করেছিলেন। ১৯৬৪ সাল থেকে বিশ্বভারতী সঙ্গীত সমিতির সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গায়ন বিষয়ে তাঁর মতভেদ শুরু হয়। মতভেদ তীব্র হলে তিনি রবীন্দ্রসঙ্গীত গাওয়াই বন্ধ করে দেন। ১৯৭১ সালের পর থেকে আর তিনি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেননি।

দেবব্রত বিশ্বাস ১৯৮০ সালের আজকের দিনে (১৮ আগস্ট) কলকাতায় পরলোকগমন করেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.