জন্মদিনে স্মরণঃ নী তি ন ব সু
বাবলু ভট্টাচার্য : দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার নীতিন বসু।
তাদের আদি নিবাস ছিল বাংলাদেশের ময়মনসিংহের জয়সিদ্ধিতে।
তার পিতা কুন্তলীনখ্যাত সুগন্ধ ব্যবসায়ী হেমেন্দ্রমোহন বসু, বিখ্যাত ব্রাহ্মসমাজ নেতা আনন্দমোহন বসুর ভাইপো। মা মৃণালিনী বসু ছিলেন মৈয়মনসিংহের মসুয়ার বিখ্যাত রায়চৌধুরী পরিবারের কন্যা, শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোটবোন ও সুকুমার রায়ের পিসি।
নীতিন বসু ১৯২২ সালে ইংরেজি বিষয়ে প্রথম হয়ে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি বি.এসসিতে ভর্তি হয়েও পরীক্ষা দেননি।
তার পিতা হেমেন্দ্র মোহনের ক্যামেরা প্রজেক্টরের ব্যবসা ছিল। পিতার কাছ থেকেই চলচ্চিত্র সংক্রান্ত বহু বিষয়ে বিশেষ করে ফটোগ্রাফিতে প্রথম শিক্ষালাভ করেন। ১৯২১ সালে পুরীর রথযাত্রার উপর তার তোলা ছবি নিউইয়র্কের ইন্টারন্যাশন্যাল নিউজ রিল কর্পোরেশন ১০০ ডলারে কিনেছিল।
চলচ্চিত্রে তার প্রথম কাজ ইনকারনেশন ছবিতে। ১৯২৪ সালে নির্বাক ছবি ‘পুনর্জন্ম’-এর তিনি ক্যামেরাম্যান ছিলেন। স্বাধীনভাবে কাজ করার তিনি প্রথম সুযোগ পান প্রফুল্ল রায়, পি.এন.রায় এবং প্রেমাঙ্কুর আতর্থীর সাথে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্র্যাফট-এর ‘চাষার মেয়ে’ ও ‘চোরকাঁটা’ ছবি দুটিতে।
নিউ থিয়েটার্স স্টুডিয়োর শুরু থেকে তিনি সেখানে প্রধান ক্যামেরাম্যান এবং তার ভাই মুকুল বসু শব্দযন্ত্রী হিসাবে যুক্ত হন। এই স্টুডিও থেকে ১৯৩২ সালে মুক্তি পায় ‘দেনা পাওনা’ এবং ‘চণ্ডীদাস’ ছবি। ‘ভাগ্যচক্র’ ছবিতে প্রথম প্লে-ব্যাক প্রথার প্রবর্তন হয়। নির্বাক থেকে সবাক এবং সবাক ছবিতে প্লেব্যাক প্রথার প্রবর্তনে তার অবদান উল্লেখযোগ্য।
ক্যামেরার কাজ করার সাথে তিনি চিত্র পরিচালনাও শুরু করেন। তার পরিচালিত প্রথম ছবি যুগান্তকারী ‘চণ্ডীদাস’ ছবির হিন্দি চিত্ররূপ। নিউ থিয়েটার্সে তার পরিচালিত প্রায় কুড়িটি ছবির ভিতরে ‘চণ্ডীদাস’, ‘জীবন মরণ’, ‘দেশের মাটি’, ‘দিদি’, ‘কাশীনাথ’ উল্লেখযোগ্য।
১৯৪৬ সালে নিউ থিয়েটার্স ছেড়ে তিনি বম্বের চিত্রজগতে যান। সেখানে ‘পরায়া ধন’, ‘দীদার’, ‘ওয়ারিশ’, ‘গঙ্গা যমুনা’, প্রভৃতি প্রায় কুড়িটি ছবি করেন। এরমধ্যে ‘বিচার’ এবং ‘সমর’ ছবি দুটি বাংলায় হয়েছিল।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ হিসাবে ১৯৭৮ সালে ভারত সরকার তাকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার দিয়ে সম্মানিত করে। তিনি ভাল বেহালা বাজাতে পারতেন।
১৯৮৬ সালের ১৪ এপ্রিল তিনি পরলোকগমন করেন।
নীতিন বসু ১৮৯৭ সালের আজকের দিনে (২৬ এপ্রিল) কলকাতায় জন্মগ্রহণ করেন।
Be First to Comment