—————–জন্মদিনে স্মরণঃ মোপাসাঁ———–
বাবলু ভট্টাচার্য : তাকে আধুনিক ছোটগল্পের অন্যতম জনক মনে করা হয়। চাতুর্যপূর্ণ গল্পের প্লট তার লেখার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যা ও হেনরি এবং সমারসেট মমের মতো লেখককে দারুণভাবে প্রভাবিত করেছে। ১৮৮০ সালে একটি কাব্যগ্রন্থ (De Ver) প্রকাশের মধ্যে দিয়ে তার সাহিত্যজগতে পদার্পণ।
তিনি গি দ্য মোপাসাঁ।
১৮৬৯ সালে প্যারিসে আইন বিষয়ে লেখাপড়া শুরু করেন মোপাসাঁ। এর কিছুদিন পর ফরাসি-প্রুশীয় যুদ্ধের কারণে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। ১৮৭২ থেকে ১৮৮০ সাল পর্যন্ত সরকারি কর্মকর্তা হিসেবে ফ্রান্সের নৌ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।সাহিত্যের নানান ধারায় কাজ করলেও তিনি ছোটগল্পের জন্য বেশি পরিচিত। তার গল্পে অতিবাস্তবতা, কল্পনা, অতি- প্রাকৃতিক, মনস্তাত্ত্বিক বিষয়সহ বিভিন্ন মানবিক সঙ্কটের উপস্থিতি লক্ষ্যণীয়। তাকে বিখ্যাত লেখক গুস্তাভ ফ্লবেয়ার, এমিল জোলা ও আলফস দোঁদের যোগ্য উত্তরসূরি ধরা হয়। ১৮৮৩ সালে প্রকাশিত বিখ্যাত গল্প ‘মাদমোয়াজেল ফিফি’। এর পর প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘আন-রি’। উপন্যাসটি সরকারি রোষানলের শিকার হয়। ১৮৮৫ সালে লেখেন বিখ্যাত উপন্যাস ‘বেল আমি’। তবে বলা হয়ে থাকে, ছোটগল্পকার হিসেবে যতটুকু পারদর্শী ছিলেন, উপন্যাসে তিনি ততটা ছিলেন না।
মাত্র এক দশক সাহিত্যচর্চার সুযোগ পান তিনি। এ সময়ের মধ্যে ৩০০টি ছোটগল্প, ৬টি উপন্যাস, বেশকিছু কবিতা এবং তিনটি ভ্রমণ কাহিনি লেখেন। ‘ব্যুল দ্য সুইফ’সহ তার বেশকিছু গল্প বাংলাদেশে অনুদিত হয়েছে। তারুণ্যের শুরুতেই তিনি সিফিলিস রোগে আক্রান্ত হন— যা তাকে ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। মারাত্মক মানসিক বৈকল্যের শিকার হয়ে ১৮৯২ সালের ২ জানুয়ারি কণ্ঠনালি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্যারিসের একটি প্রাইভেট অ্যাসাইলামে ভর্তি করা হয়। সেখানেই পরের বছর মারা যান।
গি দ্য মোপাসাঁ ১৮৫০ সালের আজকের দিনে (৫ আগস্ট) ফ্রান্সের নরম্যান্ডিতে জন্মগ্রহণ করেন।
Be First to Comment