Press "Enter" to skip to content

১৮১৭ সালে ব্রিটিশ ফিজিসিয়ান জেমস্ পারকিন্স প্রথম এই রোগের ধারনা দেন। তার নামানুসারে এ রোগের নামকরণ করা হয়……।

Spread the love

আজ বিশ্ব পারকিনসন্স দিবস

বাবলু ভট্টাচার্য : প্রতিবছর ১১ এপ্রিল বিশ্ব পারকিনসন্স দিবস পালিত হয়। এ দিবসের উদ্দেশ্য হল পারকিনসন্স রোগ, এর ব্যাপকতা এবং মানুষ কিভাবে আক্রান্ত হয় সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।

১৮১৭ সালে ব্রিটিশ ফিজিসিয়ান জেমস্ পারকিন্স প্রথম এই রোগের ধারনা দেন। তার নামানুসারে এ রোগের নামকরণ করা হয়। ব্রিটেনে প্রতি ৫০০ জনে একজন পারকিনসন্স রোগে আক্রান্ত হয়। আমাদের দেশে এমন কোন পরিসংখ্যান না থাকলেও দেশে এ রোগে আক্রান্ত রোগির সংখ্যা কম নয়।

পারকিনসন্স রোগ :
পারকিনসন্স রোগ (Parkinson’s Disease) হল একটি নিউরো ডিজেনারেটিভ বা নিউরোলজিক্যাল অর্থাৎ স্নায়ুজনিত রোগ৷ রোগটি বিভিন্ন নামে পরিচিত যেমন- পারকিসোনিজম (Parkinsonim), প্যারালাইসিস এজিট্যান্স (Paralysis Agitans), শেকিং পালসি (Shaking pulsy)৷

সবচেয়ে কমন নিউরো জেনারেটিভ রোগের মধ্যে এটি দ্বিতীয়৷ সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এ রোগটি বেশি দেখা যায় এবং নারীদের চেয়ে পুরুষেরা রোগে বেশি আক্রান্ত হয়৷ মস্তিষ্কে ডোপামিন নামক রাসায়নিক পদর্থের ক্ষরণ কমে গেলে এ রোগ হয়৷ এ রোগের প্রাথমিক বৈশিষ্ট হল স্নায়ুতে প্রিসাইনাপটিক প্রোটিন জমা হওয়া৷

চিকিৎসা :
ব্রেনের এম.আর.আই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর মাধ্যমে এ রোগ সহজে নির্ণয় করা যায়৷ রোগীর মাংস পেশির কার্যক্ষমতা ঠিক রাখা এবং অস্থিগুলো যাতে শক্ত না হয়, সেজন্য প্রয়োজন ফিজিও থেরাপি চিকিৎসা ও মস্তিষ্কের ডোপামিন লেভেল ঠিক রাখা৷ এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানের পাশাপাশি প্রয়োজন সঠিক খাদ্য ব্যবস্থাপনা৷

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.