Press "Enter" to skip to content

১৫ই মার্চ Klikk এ মুক্তি পাবে জন হালদার পরিচালিত আট পর্বের জিঘাংসা……।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১১ই মার্চ, ২০২১। বিশ্বজুড়ে করোনা অতিমারীর পরে এবং বর্তমান সময়ে যত সংখ্যক সিনেমাপ্রেমী মানুষ বড় পর্দায় সিনেমা উপভোগ করেছেন তার চেয়ে বেশি মানুষ মোবাইল ফোন বা ল্যাপটপ এর মাধ্যমে ওয়েব সিরিজ উপভোগ করেছেন। এখন হচ্ছে ওয়েব সিরিজের যুগ।

এই যুগের সিনেমাপ্রেমীদের কথা মাথায় রেখে বুধবার.. ঘড়ির কাঁটায় ঠিক তিনটে.. কলকাতার তোপসিয়ার ‘লেভেল সেভেন’ এ হয়ে গেল ওয়েব সিরিজ ‘জিঘাংসার’ ট্রেলার লঞ্চ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন। জিঘাংসা নামের মধ্যেই রয়েছে একটা রহস্যে ও রোমাঞ্চের গন্ধ…. একদম ঠিকতাই.. টানটান উত্তেজনার আটটি পর্ব নিয়ে আগামী ১৫ ই মার্চ আসছে ওয়েব সিরিজ জিঘাংসা… পরিচালনা করেছেন বহুদিনের সকলের প্রিয় জন হালদার।

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার, এ দিনের উদ্বোধনে উপস্থিত ছিলেন দুজনই। অম্লানের কথায় একটা ছোট্ট ভুলের মাশুল দিতে গিয়ে কিভাবে চারবন্ধু জড়িয়ে পড়ে রহস্যের অন্ধকারে, কিভাবে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় সবাইকে সেই গল্পই উঠে আসে আটটি পর্বে।

পরিচালক জন জানালেন, নারী শক্তির কাছে কিভাবে পরাজিত হতে হয় পাপী মানুষ কে। সেই কাহিনী উঠে আসবে এই গল্পে… ডিজিটাল এর ওয়েব প্লাটফর্ম klikk এর জন্য তৈরি হলো এই ওয়েব সিরিজটি।

ছোট করে গল্পটা শোনালে অম্লান ..চার বন্ধু নীল, গুঞ্জন , বেনু ও প্লাবন পাত্রী দেখতে রওনা হয় ক্ষীরপাই নামক একটি গ্রামে… পৌঁছে তারা হতবাক.. পাত্রী অন্ধ.. কিন্ত তাদের সম্পত্তির কথা শুনে সকলের চোখ ছানাবড়া! সুখময় বাবুর একমাত্র কন্যা অন্ধ হলেও তার রূপ লাবণ্য এবং সর্বোপরি তাঁর কথার জাদুতে মুগ্ধ হয় সবাই।

সেদিনই সেখানে আবার টেরোরিস্ট অ্যাটাক… পুলিশ সব রাস্তা সিল করে দেয়.. এদেরও আর ফেরা হয়না.. রাতের অন্ধকারে বাড়ির কাজের লোক শশধর এক রহস্যময় চরিত্র হয়ে ওঠে।

এ বাড়িতেই এক নারীর কান্নার আওয়াজ শুনে ফেলে বেনু.. কিন্তু শ্রীময়ী ছাড়া এবাড়িতে তো আর কেউ নেই…তবে কে এ? রহস্যের কিনারা করতে গিয়ে এক চক্রান্তের জালে জড়িয়ে পড়ে চারজন.. আর এরই মধ্যে ঘটে যায় খুন…গল্প বাঁক নেয় নতুন পথে… এরপরের গল্প নাকি কি আরও রহস্যময়… তবে ট্রেলার দেখে পরোতে পরোতে শিহরণ জাগে এ কথা জোর দিয়ে বলা যায়।

চিত্রনাট্যে কোন ফাঁক রাখতে চাননি অম্লান..কথা হচ্ছিল তাঁর অভিনীত চরিত্র নিয়েও, শশধর চরিত্রে তার অভিনয় কাহিনীকে এক অন্য মাত্রা দিয়েছে… সঙ্গে আছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অভিনেতা বাসুদেব মুখার্জী সুখময় চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার কথায় রয়েল বেঙ্গল রহস্যের পর এমন চরিত্র আর কখনো পায়নি। শ্রীময়ীর চরিত্রে অভিনয় করেছেন ঈশানী।

আর চার বন্ধু চরিত্রে সিদ্ধার্থ ঘোষ, সৌরভ দাস, কৃতিস চক্রবর্তী ও গৌতম সিদ্ধার্থ ঘোষ। জোর দিয়ে বলা যায় এছাড়াও নজর কাড়বে অরিজিত বন্দ্যোপাধ্যায়.. ঈশ্বর কাকা চরিত্রে দেখা যাবে তাকে।

ছবি – বিশ্বজিৎ সাহা।

রাজু বড়ুয়া সুকুমার মন্ডল, মৌমিতা ঘোষ, অপরূপ গাঙ্গুলী ও সাগরিকাকেও আমরা দেখতে পাব এই সিরিজে। মিউজিক দোলন মৈনাক। সম্পাদনায় নির্মল পারুই। প্রচার ও মার্কেটিংয়ের দায়িত্বে আছেন রানা বসু ঠাকুর।

ছবি – বিশ্বজিৎ সাহা।

সিরিজ টি তৈরি হয়েছে ক্যানভাস কলোনির ব্যানারে.. klikk এর তরফ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশ তাতিয়া, নীরাজ তাতিয়া, বিকাশ তাতিয়া, সিদ্ধার্থ তাতিয়া ও এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনুবাবু।

আকাশ বাবু জানালেন তাদের নানা পরিকল্পনার কথা .. তবে একটা ব্যাপার খুব পরিষ্কার, জিঘাংসা নিয়ে অনেক স্বপ্ন সবার চোখে… ভোটের বাজারে জিঘাংসা কতটা টানটান করে বসিয়ে রাখে এটাই এখন দেখার।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.