Press "Enter" to skip to content

১৪তম বছরে ব্যাতিক্রমী ও পরিবেশ বান্ধব পুজো মন্ডপকে পুরষ্কৃত করবে ‘উৎকর্ষে আরোহন’….।

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ কলকাতা, ৩০ আগষ্ট , ২০২৫। ২০১২ সালে পথ চলা শুরু। লক্ষ্য ছিল সঠিক মূল্যায়নের মাধ্যমে সমাজ ও সংস্কৃতির উৎকর্ষকে সম্মানিত করা। সেই পথ চলাই আজ এক নতুন মাইলফলকে পৌঁছল। পদার্পণ করল ১৪তম বছরে “উৎকর্ষে আরোহণ শারদ সম্মান।
এ উপলক্ষে কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার নতুন লোগোর প্রকাশ হয়।
উদ্যোক্তারা জানান, সার্বিক ব্যাবস্থাপনা, পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ড, ভীড় নিয়ন্ত্রন, প্রতিমা ও মণ্ডপের শিল্পকলা দেখে এবারেও দুর্গোৎসবে পুজো উদ্যোক্তাদের সম্মান জানানো হবে ।
সংস্থার সদস্য অনুপম মজুমদার জানান, মহালয়ার পরদিন থেকে চতুর্থী পর্যন্ত প্রথম রাউন্ডে বিচারকেরা ভালো পুজোগুলি বেছে নেন। এই পর্যায় শেষে কলকাতায় ১২টি পুজো চূড়ান্ত করা হয়। এরপর পঞ্চমীর দিন সেখান থেকে আটটি মণ্ডপকে মনোনীত করা হয় এবং ষষ্ঠীর দিন পুরস্কার প্রদান সম্পন্ন হয়।
পুজো কমিটিগুলিকে আগে থেকেই সংস্থার ওয়েবসাইট www.utkorsheaarohan.com অথবা ফেসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশান করতে হয়। বিচারকের আসনে রয়েছেন বিমল কুন্ডু, সুব্রত গঙ্গোপাধ্যায়, মধুছন্দা সেন,অর্পিতা প্রধান। তাঁদের বক্তব্য, “উৎকর্ষে আরোহনের এই সম্মাননা শুধু স্বীকৃতিই নয়, বরং উদ্যোক্তাদের ভালো পুজো আয়োজনের প্রতি অনুপ্রাণিত করে।”
এবছর কলকাতার বারোয়ারি আটটি, হাওড়ার চারটি এবং কলকাতার পার্শ্ববর্তী জেলার আরও চারটি পুজোকে এই সম্মান প্রদান করা হবে।
উদ্যোক্তারা জানান,উৎকর্ষে আরোহণের কর্মকাণ্ড শুধুমাত্র দু’মাসের উৎসবে সীমাবদ্ধ নয়। বছরের অন্যান্য সময়ও তারা যুক্ত থাকে গ্রামীণ স্কুলের পরিকাঠামো উন্নয়ন,
ছাত্রছাত্রীদের খাতা-কলম ও পড়াশোনার সামগ্রী প্রদান,
সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সহ নানা সমাজসেবামূলক কাজে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.