সায়ন দেবনাথ : কলকাতা, ৯ সেপ্টেম্বর, ২০২১। এই বাংলা মায়ের কোলে বহু মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। এই দেশ সহ বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই মহান ব্যক্তিরা। এই মহান ব্যক্তিদের কথা স্মরণে রেখে বাংলার মহান ব্যক্তিদের কর্মকৃষ্টি ভূমিকাকে সম্মান জানাতে রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও এম পি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারী স্কুলের যৌথ উদ্যোগে ১১তম বঙ্গ শিরোমণি সন্মান প্রদান উৎসব হয়ে গেল গত বুধবার অর্থাৎ ৮ই সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে। এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন সংস্হার সভাপতি ও কলকাতা পুরসভার কো অর্ডিনেটর স্বপন সমাদ্দার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেস এর এস,সি,সেল পর্যবেক্ষক ও উপদেষ্টা মানস মুখার্জি, সংস্হার সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, এম পি বিড়লা ফাউন্ডেশন এর জেনারেল ম্যানেজার সুরেন্দ্র কুমার সিং। ১১তম বঙ্গ শিরোমনি সম্মান -২০২১এ সম্মানিত হয়েছেন চিত্র ধ্বনি প্রোডাকশন, গায়িকা কমলিকা ভট্টাচার্য্য, এম পি বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারী স্কুল, রাজেশ দে, কৃষ্ণপ্রসাদ পাত্র, অনির্বাণ গাঙ্গুলী,অন্তরা রায় ভট্টাচার্য্য, সুনীল কোঠারী, শম্ভুনাথ ভৌমিক, শ্যামল তালুকদার, তনুশ্রী ধর ও জয়দেব শাস্ত্রী।
এছাড়া ঐদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দেবব্রত রায় চৌধুরী, সন্দীপ বাগ, রিয়া দাস, সুশান্ত রায় প্রমুখ। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ বর্ধন ও দেবব্রত রায় চৌধুরী।
Be First to Comment