–:::কবি প্রণাম:::–
——————
অশোক ব্যানার্জী :-
আমাদের মননে, চিন্তনে
চিরঅধিষ্ঠিত তুমি
হে কবিগুরু রবীন্দ্রনাথ,
তোমার আবির্ভাবে
ঋদ্ধ হয়েছি মোরা
ধন্য হয়েছিল সেদিনের
আলোকোজ্জ্বল সেই প্রভাত !
যে প্রভাত দিয়েছিল ইঙ্গিত
এক উজ্জ্বল নক্ষত্রের আগমনের !
যে প্রভাত দিয়েছিল ইঙ্গিত
মাধুর্য্যময় মহাকাব্যের !
যার স্রষ্টার জন্ম ক্ষণে
সূর্যের আলোতে লেখা হয়েছিল
তার আগমন বার্তা
আকাশেরই কোনে।
হে মহা কবি আজ এই
পঁচিশে বৈশাখের পূণ্য ক্ষণে
তোমাকে করি প্রনাম
মনে মনে।
Be First to Comment