গোপাল দেবনাথ : কলকাতা, ২৬ জানুয়ারি ২০২৩। আজ বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বাংলা ও বাঙালির ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতী মায়ের বন্দনা চলছে। এই দেশ সহ বিশ্বের নানা প্রান্তে এই সরস্বতী পুজো আয়োজিত হয়। বিদ্যাদেবী মায়ের পুজো স্কুল, কলেজ, অফিস থেকে শুরু করে পাড়ার ক্লাব ও বিভিন্ন সমিতিতে মহা ধুমধামের সাথে উদযাপিত হচ্ছে। পাড়ার ক্লাব এর নাম উল্লেখ করতে গেলে যে ক্লাবের নাম সবার আগে মনে পড়ে তার নাম হৃষিকেশ পার্ক মিলন সমিতি। এই মিলন সমিতির কর্মকাণ্ড শুধুমাত্র সরস্বতী পুজোর মধ্যে সীমাবদ্ধ নয়। এই সমিতি সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকে। এ ছাড়াও বছরভর বিভিন্ন ধরণের খেলাধূলার প্রশিক্ষণ শিবির চলে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ফুটবল, ক্রিকেট, যোগব্যায়াম এবং ক্যারাম।
এইবার উল্লেখ করতে হয় সরস্বতী পুজোর কথা। প্রতিবছর মহা ধুমধামের সাথেই এই পুজোর আয়োজন করেন ক্লাব কতৃপক্ষ। এই বছর প্রতিমা রূপদানে ছিলেন দুলাল চন্দ্র রুদ্র পাল। এদিনের অনুষ্ঠানে প্রায় ১৫০জন ক্লাব সদস্য, ছাত্রছাত্রী সহ অতিথিগণ সুস্বাদু প্রসাদ গ্রহণ করেন। প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, আলুরদম, বাঁধাকপির তরকারি, খেজুর আমসত্বের চাটনি, পায়েস ও মিষ্টি। এই সব কথা জানালেন মিলন সমিতির সম্পাদক উমাপতি দত্ত এবং সভাপতি সঞ্জিত মিত্র।
Be First to Comment