Press "Enter" to skip to content

হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২ জানুয়ারি, ২০২৪। ইংরাজী নববর্ষের প্রাক্কালে বঙ্গ রাজনীতি সাক্ষী থাকল একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সমীকরণের । অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আহ্বানে চিঠি লিখে আগামীদিনে একসাথে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সামিল হওয়ার আগ্রহ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বিজেপি বাঁচাও মঞ্চের নেতৃত্ব । দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসু এবং ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর বাসভবনে ওনাদের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সংকল্প দিবস পালন করলো হিন্দুমহাসভা এবং বিজেপি বাঁচাও মঞ্চের নেতৃত্ব । এরপর দুই সংগঠন রাজ্য নির্বাচন কমিশনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দীর্ঘদিন পর অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর আবেদনের ভিত্তিতে নির্বাচনী সিম্বল প্রাপ্তির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হিন্দু মহাসভার রাজ্য সভাপতির হাত থেকে পতাকা নিয়েই আগামী দিনে বিজেপি বাঁচাও মঞ্চ হিন্দু মহাসভার নেতৃত্বে সারা বাংলা এবং ভারতবর্ষ জুড়ে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সামিল হওয়ার সংকল্প গ্রহণ করলো । হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম বা কংগ্রেস সহ কোনো দলের  বিরোধী নই, আমরা গর্বের সাথে সনাতনী জাতীয়তাবাদী আদর্শের পক্ষে । বিভিন্ন রাজনৈতিক দলে বহু ইনঅ্যাক্টিভ সদস্য রয়েছেন যারা নিজেদের দলেই উপযুক্ত মর্যাদা পাচ্ছেন না তাদের জন্য হিন্দু মহাসভার হৃদয় ও দরজা দুটোই আন্তরিকতার সাথে খোলা রয়েছে । বাংলাদেশ বিষয়ে আমাদের রাজনৈতিক দলের অবস্থানে খুশি হয়ে বহু আদি বিজেপি এবং সংঘের একনিষ্ঠ কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করেছেন । তবে আমাদের দরজা কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য শুধু নয় সমস্ত সামাজিক ও রাজনৈতিক সংগঠনের যত সনাতনী জাতীয়তাবাদী মানুষরা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের পরিবারে স্বাগত । বিজেপি বাঁচাও মঞ্চের আহ্বায়ক দীপক কুমার সরকার বলেন হিন্দুমহাসভা এই মুহূর্তে সনাতনীদের একমাত্র ভরসা তাই আগামী দিনে হিন্দুমহাসভার নেতৃত্বেই আমরা বৃহত্তর আন্দোলন শুরু করতে চলেছি । বাংলাদেশে এই মুহূর্তে সনাতনীদের উপর যেভাবে নৃশংস অত্যাচার হচ্ছে তাতে আমরা অত্যন্ত বিচলিত । রাজ্য ও কেন্দ্র সরকার এই বিষয়ে পরস্পরকে দোষারোপ করলেও আমাদের কাছে হিন্দুমহাসভার অবস্থান সবচেয়ে সঠিক মনে হয়েছে এবং আমরা হিন্দুমহাসভার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । এই মঞ্চের আরেক নেতৃত্ব কার্তিক মাইতি উল্লেখ করেন একুশের বিধানসভা নির্বাচনের পর পোস্টপোল ভায়োলেন্সের সময় ওনারা রাজ্য বিজেপির কাছ থেকে কোন সহযোগিতা না পেয়ে বিজেপি বাঁচাও মঞ্চ গড়েছিলেন । কিন্তু আজ হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আগামী নির্বাচনে হিন্দুমহাসভার হয়েই সামাজিক ও রাজনৈতিক লড়াই করতে ওনারা প্রস্তুত । হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন এই নতুন বছর আমাদের সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠিক পরের বছর ছাব্বিশে রয়েছে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন । তাই আমরা বৃহত্তর হিন্দুমহাসভা পরিবার আগামী দিনে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সব রাজনৈতিক দলের অসম্মানি দলছুট সদস্যদের প্রকৃত সম্মান দিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হতে চলেছি । নতুন বছরের শুরুতেই ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দুমহাসভাতে বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তি নিঃসন্দেহে বঙ্গ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা ।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.