সৃঞ্চিণী পোদ্দার, কামারহাটি: ২৬ নভেম্বর, ২০২৪। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য পড়াশুনোর পাশাপাশি হাতে ধরে কাজ শিখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলো নুভো বাস ট্রান্সজিস্ট সিস্টেম প্রাইভেট লিমিটেড। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রযুক্তি বিদ্যা কিংবা ভোকেশনাল বিষয়ে পড়াশুনা করে কর্ম জীবনে সফল হওয়ার একমাত্র চাবিকাঠি এই কোম্পানি। যা ২০১২ সাল থেকে অটো মোবাইল এর বিষয়ে জোর দিয়ে মূলত পথ চলা শুরু করা হলেও আজ সুনামের সাথে গোটা দেশ জুড়ে বাস বডি বিল্ডিং , বাসের এসি রিপেয়ারিং থেকে শুরু করে বাসের সমস্ত রকম রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় বিষয়ে কৌশল শেখানো হয়। সাথে রয়েছে চাকরির সুযোগ।
মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী হোক কিংবা আইটি অথবা প্রযুক্তিগত বিষয়ে অধ্যাপনার পাশাপাশি পড়ুয়াদের থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে দিয়ে কাজের উপযুক্ত করে তোলায় সক্ষম নুভো বাস ট্রান্সজিস্ট সিস্টেম প্রাইভেট লিমিটেড । বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠিত কলেজের অটোমোবাইল কিংবা আইটি অথবা ভোকেশনাল বিষয়ের অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপকদের তত্ত্বাবধানে থিওরি শেখার সুযোগ করা হয়েছে পড়ুয়াদের জন্য। একেবারে স্বল্প মূল্যের বিনিময় বিভিন্ন কোর্সের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের জ্ঞান বৃদ্ধি এবং কর্ম উপযোগী করে তোলার সুযোগ পাবে এক ছাদের তলায়। শুধু তাই নয় হাতে ধরে কাজ শেখানোর ক্ষেত্রেও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হবে কোম্পানির অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের দ্বারা।
প্রতিশ্রুতি নয় আমরা কাজে বিশ্বাসী। এমনই বললেন নুভো বাস ট্রান্সজিস্ট সিস্টেম প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম প্রতিনিধি শুভশ্রী ব্যানার্জি। এদিন কলকাতার এক বেসরকারি কলেজের পড়ুয়ারা আসেন কোর্সে নাম নথিভূক্তের জন্যে। তাদের হাতে করে থিওরি ক্লাসের সাথে সাথে প্র্যাকটিক্যাল বিষয়ে অবগত করা হয়। কামারহাটি পৌরসভার অন্তর্গত কামারহাটি বিটি রোডের ওপর উদয় ভিলা প্রাঙ্গনে চলছে কোর্সের নাম নথিভুক্ত করণের কাজ । বিভিন্ন সময় সীমা অনুযায়ী পড়ুয়াদের সুবিধার্থে বিভিন্ন ভাগে বিভক্ত করে কোর্স শেখানো হবে এখানে। কোর্স শেষে সাথে থাকবে কাজের সুযোগ। আগামীতে সরকারের কাছ থেকে সহযোগিতা পেয়ে আরো মাত্রায় ছাত্র ছাত্রীদের ভোকেশনাল কিংবা অটোমোবাইল বিষয়ক ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে কাজের সন্ধান যোগান দিতে পারি এমনটাই চেষ্টা করছি আমরা। বললেন, নুভ বাস ট্রান্সজিস্ট সিস্টেম প্রাইভেট লিমিটেড কোম্পানির অন্যতম প্রতিনিধি শুভশ্রী ব্যানার্জি। দীর্ঘদিন এখান থেকে পড়াশোনার পাশাপাশি কোর্সের সুবিধা পেয়ে খুশি এবং উপকৃত বলে জানান পড়ুয়ারা।
Be First to Comment