অশোক দে: কলকাতা, ২২শে জানুয়ারি ২০২০ সম্প্রতি”ইন্ডিয়ান ক্ল্যাসিকাল মিউজিক” অনুষ্ঠিত হল ‘দিশারী’-র উদ্যোগে। উদ্বোধনী সংগীতে অংশ নেয় শুভজিৎ সেনগুপ্ত,প্রভাস দাস,লিপিকা বিশ্বাস ও দোলা মুখোপাধ্যায়।পরিবেশিত রাগ ভূপালী ও বেহাগ। পরে ভিন্ন ধারার গান। মারুবেহাগ রাগে বিলম্বিত ও দ্রুত খেয়াল পরিবেশন করেন নমিতা দাস মন্ডল।শেষে শোনালেন মিশ্র কিরবানীতে ঠুংরি। তবলায় ছিলেন সুশোভন শীল। দ্বৈত যন্ত্র সংগীত। নিবেদনে ইউ এস এ আগত অতিথি শিল্পী বেহালাবাদক এলিজাবেথ লুসিয়া টমাস ও এদেশের পরিচিত সেতারি হিন্দোল চট্টোপাধ্যায়।ত্রিতাল আধারিত রাগ : পুরিয়া ধানেশ্রী। তবলাসঙ্গী অনিন্দ্য রায়। সবমিলিয়ে মনোরম সন্ধা।
হাওড়ার কুসুম মঞ্চ (বোধোদয়)-এ উচ্চাঙ্গসঙ্গীত সন্ধ্যা- আয়োজনে দিশারী
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment