বিশেষ প্রতিনিধি : হাওড়া, ৩ অক্টোবর ২০২১। হাওড়া শরৎ সদনে গীতাঞ্জলি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া রত্ন ২০২১। গীতাঞ্জলি সংস্থার পক্ষ থেকে হাওড়ায় জন্মগ্রহণ করেছেন এবং দেশের নাম যারা উজ্জ্বল করেছেন তাদেরকে গতকাল ২ অক্টোবর সম্মানিত করা হলো। তিনটি মূল বিভাগে সম্মান প্রদান করা হলো।
হাওড়া শ্রী, হাওড়ার গর্ব, এবং হাওড়া শ্রেষ্ট সম্মানে।
সমগ্র অনুষ্ঠানের অন্যতম আয়োজক গীতাঞ্জলি সংস্থার সুব্রত সিনহা জানান, তাদের এই প্রয়াস টি খুবই ক্ষুদ্র। দেশের নাম যারা উজ্জ্বল করেছেন এবং সেই সাথে হাওড়া জেলার নাম যে সকল মানুষ উজ্জ্বল করেছেন তাদেরকে হাওড়া রত্ন ২০২১ সম্মানে সম্মানিত করতে পরের আমরা অত্যন্ত গর্বিত।
অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ রায়, সুভাষ দত্ত, বিধায়ক নন্দিতা চৌধুরী, বিধায়ক রানা চ্যাটার্জি, বিধায়ক কল্যান ঘোষ , বিধায়ক গৌতম চৌধুরী , বিধায়ক প্রিয়া পাল প্রমুখ।
হাওড়া রত্ন সম্মানে যে সকল গুনীজন ভূষিত হলেন তাদের মধ্যে অন্যতম হলেন লেখক মণিশংকর মুখার্জি, প্রাক্তন ফুটবলার সমর বদ্রু ব্যানার্জি, ডাক্তার পার্থ প্রতিম সেন,লক্ষী কাশি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার লক্ষী ও কাশি এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
এই হাওড়া রত্ন সম্মানে ভূষিত হয়ে সমস্ত গুণীজনেরা রীতিমতোন ভাবেই মুগ্ধ একথা তাদের বক্তৃতায় স্পষ্ট।
হাওড়া শরৎ সদনে গীতাঞ্জলি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া রত্ন ২০২১….।

More from CultureMore posts in Culture »
- পার্ক সার্কাসে খেয়ালী সঙ্ঘের খুঁটি পূজো….।
- দুই রাজ্যের ঐতিহ্যশালী জুয়েলারি সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এখন ভারতের বিশিষ্ট জুয়েলারি সংস্থাগুলির মধ্যে নিজেকে শীর্ষস্থানে তুলে ধরেছে…।
- খড়দহ আহিরি নাট্য সংস্থার আয়োজনে অগ্রণী শিশু নাট্যোৎসব….।
- বালি থানা পূজো সমন্বয় কমিটি সাংবাদিক বিজয় রায় ১৯৫৮ সালে প্রতিষ্ঠা করেছিলেন….।
- HAZRA Park Durgotsab Launches the Theme “Teen Chakar Golpo”….
- অনুপম হালদার এর সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী….।
More from LifestyleMore posts in Lifestyle »
- Embrace the Festivities in Style with Lifestyle’s Brand-New Pujo Collection, Curated by Mimi Chakraborty!….
- Introducing Nihar Naturals Extra Care Hibiscus & Coconut Hair Oil….
- দুই রাজ্যের ঐতিহ্যশালী জুয়েলারি সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এখন ভারতের বিশিষ্ট জুয়েলারি সংস্থাগুলির মধ্যে নিজেকে শীর্ষস্থানে তুলে ধরেছে…।
- জহরত্নাবলী….। জাদুবিদ্যাকে এখনও ‘রূপকথার এক বিজ্ঞান-ভিত্তিক-মঞ্চরূপ’ ব’লে কেউ বুঝবে না। সবাই কু-সংস্কারবদ্ধ! চেতনাও জাগতে দেরী হবে। কষ্ট পাবি….।
- লেকটাউন থানার অন্তর্গত বাঙুরে উদ্বোধন হলো হেয়ার কাটিং সেলুন টনি এন্ড গাই এসেন্সিয়ালস্….।
- ‘Asian Paints Royale Glitz’, the star that #StealsTheSpotlight in Deepika Padukone and Karan Johar’s first ever collaboration….
Be First to Comment