Press "Enter" to skip to content

হরিয়ানা নিবাসী “ভারতীয় সেনাবাহিনী”র  বীর সৈনিক নীরাজ চোপড়া বিশ্বের তাবড় তাবড় প্রতিযোগীদের পরাজিত করে “স্বর্ণপদক” জিতে নিলেন…..।

Spread the love

গোপাল দেবনাথ : ৭ আগস্ট ২০২১। অবিস্মরণীয়, টোকিও ২০২০ অলিম্পিকে এথলেটিকস এর আসরে বর্শা ক্ষেপণে হরিয়ানা নিবাসী “ভারতীয় সেনাবাহিনী”র  বীর সৈনিক নীরাজ চোপড়া বিশ্বের তাবড় তাবড় প্রতিযোগীদের পরাজিত করে “স্বর্ণপদক” জিতে নিলেন। নিউজ স্টারডম এর পক্ষ থেকে অনেক  শুভেচ্ছা ও অভিনন্দন।

১৩০ কোটি ভারতবাসী এই সোনার দিনের অপেক্ষায় ছিলেন। অবশেষে নীরাজ এর হাত দিয়েই সোনার মেডেল ভারতে এলো। প্রধানমন্ত্রী,  রাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সাধারণ মানুষের আনন্দ ও উচ্ছাস ছিল নজরকাড়া। হরিয়ানার মুখ্যমন্ত্রী অলিম্পিকের মঞ্চে “জ্যাভলিন থ্রোয়িং”য়ে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করার জন্য  নিরাজ চোপড়া কে ছয় কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।


ব্যক্তিগত ইভেন্টে ভারতের ইতিহাসে এটি দ্বিতীয় স্বর্ণ জয়ের ঘটনা আর ১০০ বছর পর অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণ জয়।

More from GeneralMore posts in General »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.