সায়ন দেবনাথ : কলকাতা, ১৬ সেপ্টেম্বর, ২০২১। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে চলেছে সুডা। নানা রকম প্রশিক্ষণ দিয়ে পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য নানা রকম হাতের কাজ যেমন ব্যাগ, পুতুল, মাটির কাজ, ঘর সাজানোর জিনিসপত্র,জ্যাম,জেলি এমনকি এখন তো সুইগি জোমাটোতে অর্ডার করে তাদের ঘরোয়া রান্নার স্বাদ সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।’স্বয়ংসিদ্ধা’ এই কর্মকান্ডের অধীনে ৭১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। কখনো পুজোর আগে তাদের হাতের কাজ বিক্রির ব্যবস্থা, কখনো মেলার মাধ্যমে সহযোগিতা করা সারা বছর এই ব্যবস্থা পাশে থাকে।
এবার এদের কোনো পাকাপাকি বিপনন কেন্দ্র গড়ে উঠলো নিউ বারাকপুর পৌরসভার চত্বরেই।সূচনা করলেন নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।উপস্থিত ছিলেন সুডার অধিকর্তা সুপ্রিয় ঘোষাল, সুডার অতিরিক্ত অধিকর্তা শাওন সেন।
Be First to Comment