Press "Enter" to skip to content

স্বাস্থ্য সুরক্ষায় নতুন পথের দিশা দেখাতেই এইচপিএল এর উদ্যোগে শিওরাইট…..
 

Spread the love


 
বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৩শে মার্চ ২০২১,  এস কে বাজোরিয়া গ্রুপ কোম্পানীর অন্যতম অংশ এসেনশিয়ালি হেলদি প্রাইভেট লিমিটেড ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যসুরক্ষার জন্য  শিওরাইট  অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। www.surite.in ওয়েব পোর্টালে এ অ্যাপটি অতি সহজে পাওয়া যাবে। সাধারণ মানুষের কাছে চিকিৎসা সংক্রান্ত সামগ্রী, ঔষধপত্র সুলভে ও অনায়াসে পৌঁছে যাবে এই অ্যাপের সহায়তায়।
 
স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা, সাপ্লায়ার্স ওষুধ প্রস্তুতকারক সংস্থা সবকিছু সম্পর্কেই খোঁজ মিলবে একটিমাত্র অ্যাপেই। ব্যবহারকারীরা সুবিধামতো বেছে নিতে পারবেন তাদের পক্ষে উপযুক্ত ও সেরা পরিষেবা। জনগণ থেকে শুরু করে পরিষেবা প্রদানকারী, ভেন্ডার, সাবস্ক্রাইবার সকলেই যাতে সময়মত প্রয়োজনীয় তথ্য পান সে বিষয়ে লক্ষ্য রাখা হয়।
“চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে শিওরাইট। পরিষেবার গুণমাণ বৃদ্ধির পাশাপাশি সারা ভারতে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। খুবই উচ্চমানের ডিজিটাল মেডিক্যাল পরিষেবা দেবে এই অ্যাপ” জানালেন ইএইচপিএল এর ম্যানেজিং ডিরেক্টর তথা চীফ এক্সিকিউটিভ অফিসার মিস স্মিতা বাজোরিয়া। ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপে যাবতীয় প্রয়োজনীয় তথ্য পাবেন উপভোক্তা, ভেন্ডর, সাবস্ক্রাইবার সহ এই পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যাক্তিরা। সর্বসাধারণের স্বাস্থ্য সুরক্ষাকে সুনিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিওরাইটে সঙ্গে সঙ্গে মিলবে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট, ডায়াগনস্টিক টেস্ট, ফার্মাসি স্টোর ও ওয়েলনেস স্টোরের সন্ধান। আগামী কয়েকমাসে আরও বেশী সংখ্যক পণ্য ও পরিষেবা সম্পর্কে খোঁজ দিতে পারবে এই অ্যাপ।
শ্রী স্মিতা বাজোরিয়া আরও বলেন, “স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ও ভারতীয় টেলি-মেডিসিনের দুনিয়ায় সবচেয়ে বড় ওয়েব সার্ভিস প্রদানকারী সংস্থা হিসাবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে শিওরাইট অ্যাপ-কে”।
নিম্নলিখিত পণ্য ও পরিষেবা শিওরাইট অ্যাপে মিলবে খুবই সহজলভ্য মূল্যেঃ
·   চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টঃ শহরের সর্বত্র অনলাইন ও অফলাইন মাধ্যমে ডাক্তারের সঙ্গে পরামর্শ করার সুযোগ থাকবে।
 
·   ডায়াগনস্টিক টেস্টঃ ব্যবহারকারী-বান্ধব এই অ্যাপে সাধারণ ল্যাব টেস্ট থেকে শুরু করে বিস্তারিত হেলথ প্যাকেজ সবকিছুরই সুলুকসন্ধান থাকবে।
·   ফার্মাসিস্টোরঃ ঘরে বসেই অর্ডার করা যাবে প্রয়োজনীয় ওষুধ এবং তা পৌঁছে যাবে উপভোক্তার দরজায়।
·   ওয়েলনেস স্টোরঃ ওষুধ, চিকিৎসা বিষয়ক সামগ্রী, অরগ্যানিক খাদ্যসহ চিকিৎসাকালীন ব্যবহার্য্য পোশাক সব ধরণের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে শিওরাইটে।
·   হসপিটালাইজেশন সার্ভিসঃ সেরা হসপিটাল নির্ধারণ করা সহ ভর্তির পদ্ধতি অনেক সহজসাধ্য করে তুলবে এই অ্যাপ।
·   অ্যাম্বুলেন্স সার্ভিসঃ শিওরাইটের মাধ্যমে যে কোন সময়, যেকোন জায়গা থেকে অ্যাম্বুলেন্স বুক করা যাবে অতি শীঘ্র।
·   হোম কেয়ার সার্ভিসঃ বাড়িতে বসেই নার্সিং, ফিজিওথেরাপির সুবন্দোবস্ত করে দেবে শিওরাইট
·   বিশেষ পরিষেবাঃ সাবস্ক্রিপশান ভিত্তিক মেডিক্যাল পরিষেবা সহ ব্যাক্তিগতভাবে ডাক্তারের পরামর্শ, অসুখ প্রতিরোধের উপায়, হেলথ স্ক্রিনিং, সুস্থ থাকতে প্রয়োজনীয় নিউট্রিশন, মেডিক্যাল কেয়ার, প্রবীণদের সুরক্ষা, শিশুসহ গর্ভবতী মহিলাদের সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতামূলক ভ্রমণ বহুবিধ পরিষেবা মিলবে এক ছাদের নীচে।
 

ইএইচপিএল সম্পর্কেঃ স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা ও তা প্রদানকারী সংস্থাকে একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার প্রচেষ্টায় গড়ে তোলা হয় এসেনশিয়ালি হেলদি প্রাইভেট লিমিটেড । ২৫০০ কোটিএস কে বাজোরিয়াগ্রুপের একটি অংশ হল এই ইএইচপিএল। বাজোরিয়া গ্রুপ হল ভারতের প্রথমসারির মাল্টিন্যাশনাল সংস্থা। পূর্ব ভারতের বহু পুরনো ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি।

এস কে বাজোরিয়া গ্রুপঃ এস কে বাজোরিয়া গ্রুপ হল ভারতের প্রথম সারির মাল্টিন্যাশনাল সংস্থা ও পূর্ব ভারতের বহু পুরনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই গোষ্ঠীর বার্ষিক লেনদেনের পরিমাণ হল প্রায় ২৫০০ কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং,ম্যানুফ্যাকচারিং, হেলথকেয়ার ও আর্ট বিবিধ বিষয়ে আগ্রহী এই গ্রুপ। এই কোম্পানীর অন্তর্ভুক্ত হল আইএফজিএল রিফ্র্যাক্ট্রিস লিমিটেড (আয়রন ও স্টীল নির্মাণে প্রথমসারির সংস্থা), দ্য হেরিটেজ টিপিএ (ভারতের সর্বাধিক পুরনো ও স্বনামধন্য টিপিএ), হেরিটেজ ইন্স্যুরেন্স ব্রোকার্স লিমিটেড (প্রথম সারির ইন্স্যুরেন্স ব্রোকিং হাউস) ও গ্যাঞ্জেস আর্ট গ্যালারি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.