অর্জুন চক্রবর্তী: বিশিষ্ট অভিনেতা ও সংগীত শিল্পী
রোজ , ঘুমের রাজ্যে একটা স্বপ্ন টহল দ্যায় ।
ক্লান্তি নেই, বিরাম, বদল বা রকম ফের, কিছুই নেই।
ভাবলেশহীন মুখ নিয়ে এসে ঘোরা ফেরা করে কাছে পিঠে,
কখনো বালিশের কোনা ধরে টান দ্যায় ।
কখনো বা ধাক্কা!
মুর্খ অথচ নির্ভিক সে।
ঘুম ভাঙলে যে সে মরবে, খেয়াল নেই!
বাসনা মুক্ত সন্যাসীর মতো হাব ভাব নিয়ে ,
মন্ত্র আওড়ে চলে।
“আর কত ঘুমাবে, লজ্জা করেনা,
রামায়ন রচিত হয় অন্য আকারে,
বাল্মিকির প্রতিভা অসংখ্য রত্নাকরে পরিনত ,
জাগো! তাকাও”!
এক ঝটকায় জেগে উঠি, দেখি সে নেই, মারা গেছে।
এক রাশ অন্ধকার চোখে, ভাবি তার কথা।
অবশ্যম্ভাবী মৃত্যু, তবু আমায় জাগিয়ে রাখে!
না না! ভুল! এ স্বপ্নের মৃত্যু নেই! মৃত্যু হয়না।
আমিই তিলে তিলে শেষ হই বেঁচে থাকার নামে।
Be First to Comment