নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ২ নভেম্বর ২০২৪। কল্যাণীতে ২৯ অক্টোবর থেকে স্নাতকোত্তরে শুরু হল ল’ কোর্স। বিশ্ববিদ্যালয় অনুমোদিত চারটি কলেজের স্নাতকস্তরে পড়ানো হলেও এখানে ল’-তে স্নাতকোত্তর পড়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া জানালেন, “প্রতি বছর প্রায় পাঁচশো ছাত্রছাত্রী আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ল’ কোর্সে স্নাতক হয়। এম.এ খোলায় তাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হল। আশার কথা— পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস, লিগ্যাল সার্ভিস ও বিভিন্ন কর্পোরেট ল’ প্রতিযোগিতায় এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা আগামী দিনে অংশ নিতে পারবে।”
উল্লেখ্য, ল’ ক্লাসের সূচনা করলেন অধ্যাপক ড. সুখেন বিশ্বাস। ছাত্রছাত্রীদের গোলাপ ও কলমে সম্বর্ধনা জানিয়ে তিনি জানালেন, “ বিশ্ববিদ্যালয়ের আবেদনে চলতি বছরেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ সেলফ ফিনান্সড কোর্স হিসেবে এই কোর্সটির অনুমোদন দেয়। প্রথম বছরে আসন সংখ্যা কুড়ি, দু’বছরে চারটি সেমিস্টার পড়তে প্রত্যেক পড়ুয়ার খরচ হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা।”
জানা গেল, বিশ্ববিদ্যালয়ের জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগ ল’ কোর্সটি পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্নাতকোত্তরে ল’ পড়ানোর পরিকাঠামো হিসেবে পর্যাপ্ত বই, কম্পিউটার ল্যাব ইত্যাদির ব্যবস্থা করেছে। জীবনব্যাপী শিক্ষা ও সম্প্রসারণ বিভাগের প্রধান অধ্যাপক প্রসেনজিৎ দেব জানালেন, “দু বছরের এই কোর্সে রয়েছে চারটি বিশেষ পত্র। যেমন— ক্রিমিনাল ল’, কর্পোরেট ল’, কনস্টিটিউশন্যাল ল’ ও পাবলিক ইন্টারন্যাশনাল ল’। পড়াবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপকবৃন্দ। এখান থেকে পাশ করা ছাত্রছাত্রীরা ইউজিসি নেট পরীক্ষায় বসার পাশাপাশি গবেষণা করার সুযোগ পাবে। তা ছাড়া সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবে।”
স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।
More from CourtMore posts in Court »
- এটিএম কার্ড ফিরিয়ে দিল মঙ্গলকোটের ‘নিখোঁজ’ যুবক কে!….
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর….।
- তিন দিন ব্যাপী আইন নিয়ে সেমিনার আয়োজিত হলো কিংস্টন কলেজে….।
- Historic Step Towards Legal Inclusivity: Constitution of India in Braille Version…..
- শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে সিংহভাগ মামলার নিস্পত্তি হলো…..।
- ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইবুনালের চেয়ারম্যান পদে এলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত….।ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট অ্যাপিলেট ট্রাইবুনালের চেয়ারম্যান পদে এলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত….।
More from EducationMore posts in Education »
- All India Council for Technical Education (AICTE) & Ministry of Education Innovation Cell organises Innovation Design and Entrepreneurship Boot camp at Sister Nivedita University on 29th & 30th November 2024…..
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সুনীতিকুমার স্মারক বক্তৃতার সূচনা
- নিবেদিতা বিদ্যালয়ের ১২৫ তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল গিরিশ মঞ্চে….।
- Global Scholastics to help students find their universities worldwide for higher studies….
- “Wandering Mind by Sradhanjali” – Art Therapy Workshop Success in Barrackpore….
- Abahon and X-Pressions 2024 Highlight Student Talent and Creativity….
More from InternationalMore posts in International »
- এসো আমার ঘরে এসো….।
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- আপারকেস কলকাতার সিটি সেন্টার ১এ প্রথম স্টোর উদ্বোধন করল, লক্ষ্য ১০০টি স্টোর খোলার…।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
- বিধান শিশু উদ্যানে পল্লিকবি কে নিয়ে স্মরণিকা প্রকাশ ১৪ ডিসেম্বর….।
- উচ্চ ফলনশীল ধান চাষে ইন্দ্রানী এন পি ৭০৬১ধান বীজ এ সাফল্য মিলল পুর্ব মেদিনীপুরে….।
Be First to Comment