Press "Enter" to skip to content

স্তন-চুল নেই তো কী হয়েছে! তাহিরা’র আছে একটা গোল্ডেন হার্ট। যে হার্ট ওকে বাধ্য করেছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে আর ক্যান্সার আক্রান্তদের সচেতন করতে….।

Spread the love

আজ বিশ্ব ক্যান্সার দিবস

“I wish I could marry a woman, Who have golden heart”.

বাবলু ভট্টাচার্য : আজ বিশ্ব ক্যান্সার দিবস। যে রোগে আক্রান্ত আয়ুষ্মান-পত্নী তাহিরা কাশ্যপ। বাদ গেছে ডান স্তন। রোগের সঙ্গে যুঝে মাথা এখন ন্যাড়া। নিন্দুকেরা বলে নারীদেহের গর্ব করার বিষয় দু’টি- চুল আর স্তন। তাহিরার সেটাও নেই। তা বলে কী ওর রূপ-লাবণ্য-মোহ, সব মাঠে মারা গেলো! এবার কী আয়ুষ্মান খুরানা ওকে ডিভোর্স দেবে?

তবে না, শুনুন, স্তন-চুল নেই তো কী হয়েছে! তাহিরা’র আছে একটা গোল্ডেন হার্ট। যে হার্ট ওকে বাধ্য করেছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে আর ক্যান্সার আক্রান্তদের সচেতন করতে। তাই তো নারীর দেহের ‘বিশেষ দু’টি গর্ব’ হেলায় ছেড়ে নিজের ব্যাকলেস ছবি সোশ্যাল সাইটে ছেড়েছেন তাহিরা। যে ছবিতে স্পষ্ট তার বুকের ক্ষত।

নিজের ছবির সঙ্গে ছোট একটা চিরকুট ছেড়েছেন তিনি। যাতে লেখা : আজ আমার দিন। বিশ্ব ক্যান্সার দিবস। সকলকে শুভেচ্ছা। আশা করবো মনের সব হতাশা ঝেড়ে আজকের দিন আপনারা কাটাচ্ছেন। কারণ এই রোগ সংক্রান্ত সব কুসংস্কার ও হতাশা ঝেড়ে ফেলার দিন আজ। জানেন আমি এই রোগের সঙ্গে যুঝতে শরীরে তৈরি হওয়া সব ক্ষতকে ভালোবাসতে শুরু করেছি। ঠিক যে-ই ভালোবাসা আমাকে ভালোবাসতে শেখাচ্ছে।

এ তো গেল তাহিরা পর্ব। এবার একধাপ এগিয়ে নিজের বউকে আই লাভ ইউ বলতে পিছপা হননি আয়ুষ্মান খুরানা।
তাহিরার করা পোস্ট শেয়ার করে আয়ুষ্মান লিখেছে : তুমি জানো আমি তোমাকে কেন এত ভালোবাসি? কারণ তুমি তাদের কাছে অনুপ্রেরণা যারা এই রোগের সঙ্গে লড়ে বাঁচতে ভুলে গেছে। আমি তোমার শরীরের সব ক্ষতকে খুউউউব ভালোবাসি। আর হ্যাঁ, আই লাভ ইউ!

কী ভাবছেন! প্রেমের মাসে এর চেয়ে ভালো বিজ্ঞাপন আর কী হতে পারে? একে বসন্ত, তার ওপর love is on the air.
তাহিরার মতো জীবনসঙ্গী পাক, সব আয়ুষ্মানেরা। যারা পিছন থেকে খিদ্দার মতো বলুক- “ফাইট তাহিরা ফাইট।”

ছবি: tahira kashyap/Instagram

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.