গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ জুলাই, ২০২১। সারা বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও গতবছর অর্থাৎ ২০২০ থেকে শুরু হওয়া করোনা অতিমারীর প্রভাবে বিশ্বের নানা প্রান্তের মানুষ যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সেই সাথে এই অতিমারী আমাদের বহু কাছের মানুষের জীবন অকালে কেড়ে নিয়েছে। বহু মানুষ কর্মহীন হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। নানা পেশার মানুষ পেটের তাগিদে তার নিজের দীর্ঘদিনের ভালোবাসার পেশা পরিত্যাগ করে অন্য পেশায় যেতে বাধ্য হয়েছেন।
এই করোনা কালের দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই মৌলালিতে অবস্থিত স্টুডেন্ট হেল্থ হোমের পক্ষ থেকে এই সমাজের নানান চেনা অচেনা মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে লেখা ‘করোনা কাল, কাল করোনা’ বইটি প্রকাশিত হলো। স্টুডেন্টস হেল্থ হোমের সভাপতি ডাঃ গৌতম মুখোপাধ্যায় বলেন, কোভিড অতিমারী এতাবৎ কালের প্রচলিত মানবজীবনে এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে।
পরিবর্তনের সেই গতিধারা কার জীবন, কোন ক্ষেত্রকে ডোবালো, কোন ক্ষেত্র কে ভাসালো সেই খবর কেউ কি রাখেন? আমরা স্টুডেন্টস হেলথ হোম সেই খবর রাখার চেষ্টা করেছি মাত্র। গত এক বছরে করোনা বিপর্যয়ের সময়কালে শিক্ষা, স্বাস্থ্য, আইন-আদালত, সাংবাদিকতা থেকে খেলাধূলা, বিনোদন, সাহিত্য, প্রশাসন-পুলিশ, কোন মানুষের উপর কি প্রভাব ফেলেছে, সেই সবই উঠে এসেছে এই করোনা কাল, কাল করোনা বইটিতে। যা ইতিমধ্যে এই মলাটের মধ্যে কোথাও প্রকাশিত হয়নি। আমাদের দেশীয় প্রেক্ষাপটে এ ধরণের প্রয়াস সম্ভবত এই প্রথম। এই বইয়ের লেখকদের মধ্যে বিখ্যাত ও যেমন আছেন ঠিক তেমনই অতি সাধারণ মানুষের লেখাও স্থান পেয়েছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় এই সংগ্রহে রাখার মতো বইটির প্রচ্ছদ এঁকেছে প্রথম শ্রেণীর ছাত্রী প্রমা দাসগুপ্ত।
বইটি সম্পাদনা করেছেন ডাঃ পবিত্র গোস্বামী। প্রকাশ করেছে প্যাপিরাস। মূল্য -মাত্র ২০০/-টাকা। প্রবল বর্ষণের মধ্যেই গতকাল ২৯ জুলাই এই বইটি প্রকাশিত হলো। প্রথমে প্রদীপপ্রজ্জ্বলন তার পরবর্তী পর্যায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে উপস্থিত অতিথিগণ ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ শংকর নাগ, অভিনেতা মেঘনাথ ভট্টাচার্য, ডাঃ শৌভিক মিত্র, ডাঃ সুরুপা দাসগুপ্ত, ডাঃ পবিত্র গোস্বামী, ডাঃ গৌতম মুখোপাধ্যায়, অমিতাভ ভট্টাচার্য, চন্দন নস্কর, অভিনেতা বাদশা মৈত্র, ডাঃ সুগত দাসগুপ্ত, ডাঃ সুকান্ত চক্রবর্তী, ডাঃ সৌমিত্র গুহ, ডাঃ সঞ্জীব মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Be First to Comment