Press "Enter" to skip to content

স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী হিসেবে বছরে মাত্র ১ মার্কিন ডলার বেতন গ্রহণ করতেন….।

Spread the love

স্মরণ : স্টি ভ জ ব স

“আপনার সময় সীমিত, সুতরাং অন্য কারো জীবন যাপন না করে বরং নিজের জীবনটাই যাপন করুন।”

[ স্টিভ জবস ]

বাবলু ভট্টাচার্য : কম্পিউটার ও প্রযুক্তিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাদের মাঝে স্টিভ জবস প্রধান এক চরিত্র। এ্যাপলের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা সবাই তাঁকে চিনি। প্রযুক্তিতে তাঁর অবদান কারওই অজানা নয়।

পুরো নাম স্টিভেন পল জবস। সংক্ষেপে স্টিভ জবস। তিনি যুক্তরাষ্ট্রের একজন সফল উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। এক কথায় সেরা আধুনিক প্রযুক্তিবিদ। তাঁকে পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথ প্রদর্শক হিসেবেও আখ্যায়িত করা যায়।

স্টিভ জবস ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে জন্মগ্রহণ করেন এবং পরে পল ও ক্লারা জবস নামক এক দম্পতি তাকে দত্তক হিসেবে গ্রহণ করেন এবং সেই দম্পতির নেম টাইটলে অনুযায়ী তাঁর নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার আসল মা জোয়ান ক্যারোল এবং বাবা আব্দুল্লাহ ফাতাহ জান্দালি। তিনি রাস্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

স্টিভ জবস ১৯৭২ সালে হাই স্কুলের পাঠ শেষ করে রীড কলেজে ভর্তি হন। তবে তিনি পরবর্তীতে কলেজ ছেড়ে দেয়ার পরেও ক্যালিগ্রাফীসহ আরো কিছু ক্লাসে যোগদান করেছিলেন। তিনি প্রায়ই কুপারটিনো জুনিয়র হাই স্কুলে এবং হোমস্টিড হাই স্কুলে গিয়ে হিউলেট-প্যাকার্ড কোম্পানির লেকচারগুলোতে অংশগ্রহণ করতেন।

কর্ম জীবনের শুরুতে ১৯৭৪ সালে তিনি ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান আটারিতে টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। স্টিভ মূলত ভারতে যাবার জন্য অর্থ জমানোর চেষ্টা করছিলেন। ভারতে নিম কারোলি বাবার কাইনিচি আশ্রমে তাঁর বন্ধু ড্যানিয়েল কটকের সাথে ভ্রমণ করেন এবং পরবর্তী সময় তিনি আধ্যত্মিক জ্ঞান অর্জনের জন্য আবার ভারতে এসে বৌদ্ধধর্মে দীক্ষা নেন।

১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। একই বছরে তাঁরা অ্যাপল-১ নামের প্রথম কম্পিউটার অবমুক্ত করে।

উল্লেখ্য, অ্যাপল প্রতিষ্ঠার আগে ১৯৭১ সালে ইলেকট্রনিক্স হ্যাকার ২১ বছরের ওজনিয়াকের সাথে জবসের পরিচয় হয়। আর জবসের তখন বয়স ছিল মাত্র ১৬ বছর।

আশির দশকের শুরুতে জবসের আগ্রহেই অ্যাপল লিসা নামের ৯,৯৯৫ ইউএস ডলার মূল্যের ডেক্সটপ কম্পিউটার বাজারজাত করলে অত্যাধিক মূল্যের কারনে লিসা বাজারে তেমনভাবে সুবিধা করতে পারেনি। ১৯৮৩ সালের অক্টোবর মাসে স্টিভ জবস নতুন ধরনের ডেক্সটপ ম্যাকিন্টশ নির্মাণের ঘোষনা দেন। সেই সুবাদে ১৯৮৪ সালের জানুয়ারিতে অ্যাপল ম্যাকিন্টশের বাজারজাতকরণ শুরু হয়।

১৯৮৫ সালের অক্টোবর মাসে স্টিভ জবস নিজে থেকেই অ্যাপল প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন এবং ৭ মিলিয়ন ইউএস ডলার দিয়ে নেক্সট কম্পিউটার নামক নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

নেক্সট কম্পিউটার থেকে জবস ১৯৯০ সালে নেক্সটস্টেশন নামের পিসি বাজারজাত করণ শুরু করেন। এই ওয়ার্কস্টেশনগুলোর দাম ছিল ৯,৯৯৯ মার্কিন ডলার।

১৯৮৬ সালে জবস পিক্সার (সাবেক নাম দ্য গ্রাফিক্স গ্রুপ) লুকাস ফিল্ম এর কাছ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলারে কিনে নেন। এই প্রতিষ্ঠান থেকেই জবস ডিজনীর সাথে চুক্তিবদ্ধ হয়ে কম্পিউটার অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।

১৯৯৫ সালে মুক্ত পাওয়া ‘টয় স্টোরি’ চলচ্চিত্রটি প্রথম চলচ্চিত্র যেখানে স্টিভ জবস এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করেন। যা কিনা পুরো বিশ্বে ব্যাপকভাবে সাড়া পড়ে যায় এ্যানিমাটাড চলচ্চিত্রপ্রেমীদের কাছে।

পরবর্তীতে স্টিভ জবস পিক্সারের ক্রিয়েটিভ প্রধান জন লেস্যেটার এর সাথে একত্রিত হয়ে অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল- ‘এ বাগস লাইফ’ (১৯৯৮), ‘টয় স্টোরি ২’ (১৯৯৯), ‘ফাইন্ডিং নিমো’ (২০০৩), ‘টয় স্টোরি ৩’ (২০১০) প্রভৃতি।

১৯৯৬ সালে অ্যাপল ৪২৯ মিলিয়ন মার্কিন ডলারে নেক্সট কম্পিউটারকে কিনে নিলে জবস আবার অ্যাপল প্রতিষ্ঠানে ফিরে আসেন।

১৯৯৭ সালের জুলাই মাসের দিকে স্টিভ জবস অ্যাপলের প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং পরবর্তীতে ২০০০ সালে তিনি অ্যাপলের প্রধান সিইও হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

উল্লেখ্য, স্টিভ জবস এ সময়ে কম্পিউটার যন্ত্রপাতি নির্মাণ ছাড়াও ডিজিটাল বিনোদনের নানা উপকরণ নির্মাণের দিকে বিশেষভাবে নিজেকে মনোনিবেশ করেন।

তিনি ২০০৭ সালের ২৯ জুন প্রথম আইফোন বাজারজাত করা শুরু করেন। নান্দনিক প্রযুক্তি ও আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে বিনোদনের জগতে স্টিভ জবস একে একে প্রবর্তন করেন আইপড, আইপ্যাড।

উল্লেখ্য, ২০১১ সালের আগস্ট মাসে জবস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব থাকাকালিন পদত্যাগ করেন। কিন্তু তারপরেও তিনি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যান।

স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী হিসেবে বছরে মাত্র ১ মার্কিন ডলার বেতন গ্রহণ করতেন। কিন্তু তাঁর কাছে ছিল অ্যাপলের ৫.৪২৬ মিলিয়ন শেয়ার এবং ডিজনীর ১৩৮ মিলিয়ন শেয়ার।

২০১০ সালের ফরবেসের হিসেব অনুযায়ী তিনি ৮.৩ মিলিয়ন মার্কিন ডলারের অধিকারী হয়ে ৪৩তম মার্কিন ধনী হিসেবে নির্বাচিত হন।

স্টিভ জবস দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে ২০১১ সালের আজকের দিনে (৫ অক্টোবর) মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.