গোপাল দেবনাথ : কলকাতা, ৮ আগস্ট ২০২৩। যে সকল দর্শকরা বলেন এখনকার বাংলা সিরিয়াল বা ধারাবাহিক বসে দেখা যায় না তাদের জন্য অবশ্যই আছে সুখবর। স্টার জলসায় দেখতে পারেন ‘তুঁতে’। আশা করা যায় আপনাদের ভালো লাগবে।
“কাজের মেয়ের অধিকারের গল্প – তুঁতে।” শীর্ষ ভূমিকায় রয়েছেন টেলিপাড়ার জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রী সৈয়দ আরেফিন ও দীপান্বিতা রক্ষিত। ব্যক্তিগত কাজের জন্য দেবলীনা শুটিং এ অংশগ্রহণ করতে না পারার জন্য একটি গুরুত্বপূর্ন রদবদলের পরে দেবলীনা কুমারের জায়গায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মিশমি দাসকে। ধারাবাহিকে দেবলীনা সৈয়দ আরেফিনের প্রেমিকা ছিলেন। যদিও তাঁর সঙ্গে বিয়ে হবে না নায়িকার। এই ধারাবাহিকে মিশমির ‘বাবা’ চরিত্রে রয়েছেন ফিল্ম ও ওয়েব দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ রানা বসুঠাকুর।
এর আগে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের শ্বেত কালী’তে রানা ঐন্দ্রিলার বাবা চরিত্রটি করেছিলেন। রানা এই প্রতিবেদক কে বলেন, তাঁর কথায়, ”মিশমি আর আমি বহুদিনের পূর্ব পরিচিত। পর্দায় সে আমার মেয়ে! খুবই পরিশ্রমী আর আন্তরিক অভিনেত্রী। সৈয়দ আরেফিনের সাথেও খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে।ছেলেটি বিনয়ী এবং ভালো অভিনেতা। সবার সাথে হাসি ঠাট্টা আড্ডায় ভালোই কাটছে লম্বা শুটিং এর ঘন্টা গুলো। বিভিন্ন রকমের আবেগের দৃশ্য আছে। প্রাণখোলা থেকে লৌহ কঠিন ব্যক্তিত্ব। আশা করছি, বাবা-মেয়ের জুটি পছন্দ হবে দর্শকদের। চেনাজানা থাকলে অভিনয়টাও ভালো হয়।”
#তুঁতে #Tunte #StarJalsha #স্টারজলসা
Be First to Comment