সমুদ্র সৈকতে নুড়ি পাথর দিয়ে তৈরি অভিনব শিল্প কর্ম
বাবলু ভট্টাচার্য : সমুদ্র সৈকতে যেসব জিনিস পাওয়া যায় সেসব দিয়ে অভিনব সব ভাস্কর্য তৈরি করছেন ব্রিটিশ শিল্পী স্যাম বেনেট।
এসবের মধ্যে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের পাথর, নুড়ি- পাথর, শিলা, সমুদ্রে ভেসে আসা কাঠ ইত্যাদি।
ডেভনে তার নিজের বাড়ির কাছের সমুদ্র সৈকতগুলোতে এসব তৈরি করে চলেছেন তিনি।
![](https://newsstardom.in/wp-content/uploads/2021/02/FB_IMG_1614446874622.jpg)
বর্তমানে এই শিল্পীর বয়স ২৭। স্কুলে পড়ার সময় থেকেই তিনি দৃষ্টিনন্দন এসব ভাস্কর্য ও শিল্প-কর্ম বানাতে শুরু করেন।
“আমার কখনো কোন এক্স-বক্স (ভিডিও গেইম) ছিল না। আমি যখনই বাড়ির বাইরে থাকতাম আমার খুব ভালো লাগতো। ব্রিটিশ ভাস্কর এন্ডি গোল্ডসওয়ার্দির বিষয়ে আমি কিছু বই পড়েছিলাম এবং তারপর থেকে এটা আমার শখে পরিণত হয়ে গেছে।”
তিনি বলেন, “প্রকৃতি থেকে জিনিসপত্র নিয়ে কিছু তৈরি করার ব্যাপারে আমার মধ্যে একটা মোহ তৈরি হয়েছে।এমনকি স্কুলে যখন আমার পরীক্ষা চলতো, তখনও আমি সমুদ্র সৈকতে ছুটে গিয়ে কিছু একটা বানাতে চাইতাম।”
কখনও কখনও জোয়ার এসে হয়তো এই শিল্পীর নির্মিত ভাস্কর্য ভেঙে চুরমার করে দিয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।
![](https://newsstardom.in/wp-content/uploads/2021/02/FB_IMG_1614446880087.jpg)
কিন্তু তারপরেও তিনি বলেন, প্রকৃতি তো এরকমই। সবকিছুই ক্ষণস্থায়ী। আর এ কারণেই তিনি এসব তৈরি করে চলেছেন।
“এই মুহূর্তে এটা আছে ঠিকই, কিন্তু পরের মুহূর্তেই হয়তো সেটা আর নেই। আমিও প্রকৃতির মতোই এসব তৈরি করছি।
এটা আমার খুবই পছন্দের। কারণ কোন একটা কাজ যদি নিখুঁত না হয়, জোয়ার এসে সেটা ভাসিয়ে নিয়ে যায়, তখন আমি আগামীকাল আবার এটা বানাতে চেষ্টা করবো।”
![](https://newsstardom.in/wp-content/uploads/2021/02/FB_IMG_1614446871937.jpg)
মি. বেনেট যখনই সমুদ্র সৈকতে এসব ভাস্কর্য তৈরি করেন, তখন তিনি সেগুলোর ছবি তুলে শেয়ার করেন ইনস্টাগ্রামে।
কখনও কখনও তার ভক্তরাও সৈকতে যান তার শিল্প-কর্ম দেখতে।
![](https://newsstardom.in/wp-content/uploads/2021/02/20210205_195248-10-728x1024.jpg)
Be First to Comment