আস্ত এক ট্রেন! এটাই নাকি ওঁদের স্কুল
বাবলু ভট্টাচার্য : এক সময় নাগুর স্কুলের ইউনিক আইডিয়া সকলকে চমকে দিয়েছিল৷ পরবর্তীকালে অন্যান্য অনেক স্কুলে তা দেখা যায়৷ স্কুলে পড়ুয়াদের টানতে অনেকে অনেক পদক্ষেপই গ্রহণ করে, কিন্তু আস্ত একটা স্কুলকে ট্রেনের আদল দেওয়া তা যেন সকলেরই নজর কেড়েছে৷ কর্ণাটকের উদুপিতে নাগুর গ্রামে রয়েছে গভর্ণমেন্ট হাইয়ার প্রাইমারি হিন্দুস্তানি স্কুল৷ পড়ুয়াদের সংখ্যা যাতে না কমে যায় এবং তারা যেন আরও বেশি করে স্কুলে আসে তার জন্য মিড ডে মিল, পোশাক, জুতো, বইয়ের পর এবার স্কুলের শিক্ষকরা এক অভিনব পদক্ষেপ নিলেন৷ সমগ্র স্কুলটিকে পেইন্ট করা হল, যার থিম ট্রেন, এবং এর জন্য ব্যয় হয় মোট ৩৬,০০০টাকা৷ তবে এই টাকা দেন স্কুলের প্রধান শিক্ষক৷
স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ পুজারি জানিয়েছেন, শিক্ষার প্রতি পড়ুয়াদের আকৃষ্ট করতে রং এবং শিল্পের সাহায্য নেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, ২০১৪-১৫ সালে এই স্কুলে দুজন মাত্র ছাত্র ছিল এবং স্কুল প্রায় বন্ধের উপক্রম হয়েছিল৷ অভিভাবকদের কাছে গিয়ে বাচ্চাদের স্কুলে পড়াতে পাঠানোর কথা বললেও তাঁরা খুব একটা আমল দেননি। তাঁদের যুক্তি ছিল, যে স্কুল বন্ধ হওয়ার মুখে সেখানে বাচ্চাদের পাঠিয়ে কি হবে? সেই কথা যাতে সত্য প্রমাণিত না হয়, তাই স্কুল বন্ধ না হওয়ার পদক্ষেপ শক্ত হাতে গ্রহণ করতে হয়, এমনই জানান প্রধান শিক্ষক৷
এরপর স্কুলের হাল ফেরাতে চিন্তাভাবনা শুরু করতেই কেরলের গভর্ণমেন্ট ইউপি স্কুলের কথা মনে আসে তাঁর৷ আর সেখান থেকেই একটি আইডিয়া তাঁর মাথায় আসে– যা তিনি তাঁর সহশিক্ষকদের সঙ্গে শেয়ার করেন৷ কয়েকজন শিক্ষক এবং ছাত্রের সাহায্যে এই পেইন্টিং করা হয়৷
Be First to Comment