আজ বিশ্ব পরিবেশ দিবস
বাবলু ভট্টাচার্য : সৌরজগতের বিশাল বিস্তারের মাঝে ছোট্ট সবুজ গ্রহ— আমাদের এই সুন্দর পৃথিবী। প্রতিনিয়ত অপরিকল্পিত আর অনিরাপদ পদ্ধতির শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে, ক্রমান্বয়ে মানুষ্য বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে প্রাণচ্ছোল এই গ্রহ।
পরিবেশের ভারসাম্য রক্ষায় গনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত কার্যকর বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সর্বপ্রথম বৃহৎ আকারে, সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অক্টোবর মাসে ২৭তম জাতিসংঘ সাধারণ পরিষদ উক্ত স্টকহোম সম্মেলনের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ পরিবেশ পরিকল্পনা কার্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এবং প্রতি বছরের ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথম ‘বিশ্ব পরিবেশ দিবস’টি পালন করা হয় ১৯৭৩ সালে। এই সম্মেলনের দু’দশক পূর্তি উপলক্ষ্যে ১৯৯২ সালে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে দ্বিতীয় বিশ্ব সম্মেলন— যা ধরিত্রী সম্মেলন নামে অধিক পরিচিত।
Be First to Comment