Press "Enter" to skip to content

সৌমিস ক্যান প্রোডাক্ট এবং কালিকাপুর চির তরুণ সংঘের সাথে যৌথ উদ্যোগে ১০০ জন সাধারণ মানুষের হাতে দৈনন্দিন জীবনে চলার মতো খাদ্যসামগ্রী তুলে দিলেন…..।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১৫ জুন, ২০২১। গতবছর থেকে শুরু হওয়া করোনা অতিমারী সাধারণ মানুষকে ধনে প্রাণে শেষ করে দিয়েছে। গতবছরে মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র এক ঘোষণায় দেশজুড়ে লকডাউন এ দেশের কি হাল হয়েছিল সকলের জানা আছে। গরিব মানুষ আরও গরিব হয়েছে লাখ লাখ মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছে। আমাদের রাজ্য ও গতবছর ঘূর্ণিঝড় আম ফানের তাণ্ডব দেখেছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের কান্না আজও থামে নি। মাঝে কিছুটা করোনা র প্রভাব কমলেও সাধারণ মানুষ সুরক্ষা ব্যবস্থা সঠিকভাবে না নেওয়ার ফলে করোনার দ্বিতীয় ঢেউ আবার ফিরে এসেছে।

মৃত্যুর সংখ্যা আগের বছরের থেকে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। গত একমাস ধরে চলছে আংশিক লকডাউন বা আত্মশাসন এরই মধ্যে ঘটে গেছে সুপার সাইক্লোন ইয়াস। আবার তছনছ হয়ে গেছে সাধারণ মানুষের জীবন। ট্রেন বাস সহ অন্যান্য যান বাহন বন্ধ থাকার ফলে সাধারণ মানুষ কর্মক্ষেত্রে পৌঁছতে পারছেন না। কাজে পৌঁছেতে না পারার কারণে রোজগার বন্ধ গত বছরের মতো এই বছরেও দুঃস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছে রাজ্য সরকার।

সেই সাথে বিভিন্ন ক্লাব সংগঠন ও বেসরকারি সংস্থা কলকাতা সহ  বিভিন্ন জেলায় সাধারণ দুঃস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন। কলকাতার অতি পরিচিত সৌমিস ক্যান প্রোডাক্ট দক্ষিণ কলকাতার কালিকাপুর চির তরুণ সংঘের সাথে যৌথ উদ্যোগে ১০০ জন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে চলার মতো খাদ্যসামগ্রী তুলে দিলেন সৌমিস ক্যান প্রোডাক্টের কর্ণধার সৌমি’র কন্যা ক্যান্ডি সহ সংস্থার আধিকারিকরা।

এলাকার মানুষ এই ধরণের শুভ উদ্যোগের জন্য কতৃপক্ষ কে সাধুবাদ জানান।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *